ইডি ফের সক্রিয় দুর্নীতির তদন্তে, রাজ্যের চার জেলায় একসঙ্গে হানা সাতসকালেই
বেস্ট কলকাতা নিউজ : এ রাজ্যে ফের দুর্নীতির তদন্তে সক্রিয় হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। গতকাল মঙ্গলবার সকাল থেকে একযোগে রাজ্যের চার জেলায় হানা দিলেন ইডি আধিকারিকরা। ঝাড়গ্রামের এক সরকারি আমলার কোয়ার্টারে, হুগলির চুঁচুড়ার এক ব্যবসায়ীর বাড়িতে, মুর্শিদাবাদের একটি জায়গায় এবং সল্টলেকের একটি আবাসনে হানা দেন কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দারা। সকাল থেকেই মূলত তল্লাশি চলে চার জায়গাতেই।
ইডি সূত্রে খবর, ১০০ দিনের কাজে দুর্নীতির তদন্তে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে । এর আগে দুর্নীতির অভিযোগ দায়ের হয়েছিল হুগলির ধনেখালি এবং মুর্শিদাবাদের বেলডাঙা থানায়। তার ভিত্তিতেই তদন্ত শুরু হয়েছে। এই প্রথম ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে তদন্তে নামল ইডি।এদিকে ইডির আধিকারিকরা হানা দেন ঝাড়গ্রামের একটি সরকারি কোয়ার্টারে । জানা গিয়েছে, সেখানে ইডি আধিকারিকরা ওই জেলার সংখ্যালঘু দফতরের এক সরকারি আমলাকে জেরা করছেন। সকাল ৭টা নাগাদ ইডি ৬ জন আধিকারিকের একটি দল সেখানে হানা দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে।