গাছ কাটাকে কেন্দ্র করে পূর্ত দপ্তর এবং বন দপ্তরের মধ্যে কাজিয়া চলছেই
নিজস্ব সংবাদদাতা : কুড়িটি গাছ কাটা হয়েছে ইতিমধ্যে। আর আরো কিছু গাছ কাটার কথা চলছে। তাই নিয়ে গত একমাস ধরেই কাজিয়া চলছে পূর্ত দপ্তর এবং বন দপ্তরের মধ্যে। বন দপ্তরের কাছ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে কিভাবে এতগুলি গাছ কিভাবে কাটা হল সেই জবাবদিহি করতে হবে পূর্ত দপ্তরের আধিকারিকদের। কেন কি কারনে গাছ কাটা হল এবং তার ফলাফল কি হবে সেটাও বলতে হবে বন দপ্তরের আধিকারিকদের।
এদিকে গাছ কাটা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সেখানকার সাধারন মানুষেরাও। অনেকেই জানিয়েছেন এইভাবে গাছ কেটে দেওয়া একেবারেই দৃষ্টিকটু। কারন গরমের দিনে বহু মানুষ এসে এখানে বিশ্রাম নেন। কেউ কেউ আবার গাছের ছায়ায় বসে খাওয়া দাওয়া করেন সেই গাছ কেটে দেওয়া অন্যায়। এই গাছ কাটার আমরা তীব্র প্রতিবাদ করছি। কারন এতগুলি গাছ কাটা একেবারেই অনৈতিক। এদিকে পূর্ত দপ্তর এবং বন দপ্তরের কাজিয়া নিয়ে কোন বিবৃতি দেন নি মেয়র। তিনি জানিয়েছেন বিষয়টি তিনি যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছেন এবং তার সমাধানের একটা চেষ্টা