কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষটি তম জন্মদিবস পালন করা হল শিলিগুড়ি পুরনিগমের তরফ থেকে
শিলিগুড়ি : আজ শিলিগুড়িতে অন্যান্য জায়গার মতন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একশো চৌষটি তম জন্মদিবস পালন করা হল। আজ শিলিগুড়ির বাঘাযতীন পার্কে মেয়র গৌতম দেব মাল্যদান করেন এই বিশ্বকবির মুর্তিতে। মেয়র জানান আমাদের সবার কবি হলেন কবিগুরু। আজ তার জন্মদিন। কি না জানতেন তিনি। তার কথা তার গান এবং তার সুর অমর হয়ে আছে।আজকে তার গাওয়া রবীন্দ্রসঙ্গীত সারা বিশ্বের দরবারে সমাদৃত। তার অনুরাগীর সংখ্যা যে কোথায় কোথায় আছে সেটা আমাদের কাছে আজকে অজানা।
এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার ছাড়াও শিলিগুড়ি পুরনিগমের অন্যান্য কাউন্সিলার এবং এম এম আই সিরা। এদিন সকালে প্রভাতফেরি দিয়ে শুরু হয়ে যায় আজকের অনুষ্ঠান। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী নিয়ে আলোচনা ছাড়াও শিলিগুড়ির কয়েকজন তরুন এবং তরুনী রবীন্দ্রনাথের কয়েকটি কবিতা পাঠ করে শোনান।মেয়র এদিন আরো জানান সারা বছর রবীন্দ্রনাথকে মনে রাখবে শিলিগুড়ি পুরনিগম। তার জন্য সারা বছর ধরেই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে শিলিগুড়ি পুরসভা।