শিলিগুড়িতে পর্যটক দের ভীড় ক্রমশ উপচে পড়ছে সিকিমের বিপর্যয় এর কারনে
শিলিগুড়ি : ভয়ানক তিস্তা, জল উপচে পড়ছে জলপাইগুড়ির সীমান্ত কিছু এলাকায়, আগামী দুদিন এইভাবে যদি বৃষ্টি হয় তবে জলপাইগুড়িতে ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন অনেকেই। গতকাল থেকে এদিন সকাল পযর্ন্ত তিনহাজার পর্যটক সিকিম থেকে নেমে শিলিগুড়ির হোটেলগুলিতে আশ্রয় নিয়েছেন। এর মধ্যে অনেকেরই ফেরার টিকিট কাটা নেই, তারা নতুনভাবে এজেন্ট খুজে বেড়াচ্ছেন। বেশী দামে হোটেল খুজে থাকতে বাধ্য হচ্ছেন তারা।
এদিকে এনজেপীর কাছে লাগোয়া হোটেলগুলিতে প্রায় দেড় হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। হোটেলগুলিও মুনাফা লুঠে নিচ্ছেন। পর্যটকেরা এখন বেশী দামেও টিকিট কেটে বাড়িতে ফিরতে চাইছেন। দুএক দিনের বেশী কেউ থাকতে চাইছেন না। শিলিগুড়ি শহরের বিভিন্ন হোটেলে এখন উপচে পড়া ভীড়। একেকটা জলের বোতলের দাম কুড়ি টাকা থেকে পঞ্চাশ টাকা চাছেন হোটেল কর্মচারীরা। পর্যটকেরা এখন পাহাড়ের হোটেলে থাকবার চেয়ে বাড়ি ফিরতে চাইছেন কোনভাবেই।