কচ্ছপ নিয়ে যাওয়া হচ্ছিল পাচারের উদ্দেশ্যে,বন দপ্তরের কর্মীরা উদ্ধার করলো স্থানীয় বাসিন্দাদের তৎপরতায়
শিলিগুড়ি : পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কচ্ছপ। কিন্তুু রাস্তায় পড়ে গেল ওই কচ্ছপটি। পাচারকারী পালিয়ে গেল। তারপরে ওয়ার্ডের মানুষ গিয়ে কচ্ছপটিকে উদ্ধার করে খবর দিয়ে দেন স্থানীয় কাউন্সিলার কুন্তল রায়কে। তিনি এসে বন দপ্তরে খবর দেন। বন দপ্তরের কর্মীরা এসে কচ্ছপটিকে উদ্বার করে নিয়ে যান। পরে কাউন্সিলার জানান পাচারকারী দের আনাগোনা বেড়েছে শিলিগুড়িতে। আমাদের সাধারন মানুসকে সতর্ক হতে হবে। তাহলেই এইসব নিরিহ পশুদের পাচার বন্ধ করে দেওয়া যাবে। বন দপ্তরের তরফ থেকে কিছু বলা না হলেও জানানো হয়েছে আগামীদিনে এই সব পাচারকারীদের জন্য কঠোর সাজা অপেক্ষা করছে। শিলিগুড়িতে পরপর কচ্ছপ ধরা পড়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরে। মেয়র নিজে এই ঘটনায় দুশ্চিন্তা প্রকাশ করেছেন।