শিলিগুড়িতে আগুন দাম সবজীর, আলু পয়ত্রিশ টাকা সহ সব সবজীর দামই অগ্নিমূল্য
শিলিগুড়ি : সবজীর দামে পুড়ছে শিলিগুড়ি। বেশ কয়েকদিন থেকেই শিলিগুড়িতে দাম বেড়ে গেছে সবজীর। আলু,পেয়াজ এবং শষা সবকিছুর।আদা এবং রসুনের দাম বেড়েছে অনেকটাই। শিলিগুড়ির প্রধান তিনটি বাজার বিধান মার্কেট,হায়দারপাড়া এবং সুভাষপল্লী সব জায়গাতেই আগুন দাম সবজীর। কেন এত দাম বেড়েছে সবজীর।জানা গেছে বাইরে থেকে ট্রাক ঢুকছে না,পেট্রপন্যের বৃদ্ধির কারনে বহু ট্রাক চালকেরা আজ ধর্মঘটে। যে যে ট্রাক বাংলাতে আসছে সেই সব ট্রাক প্রায় তিনগুন দাম চাইছে। সেই কারনেই সবজীর দামের এত হেরফের বলে মনে করছেন ব্যাবসায়ীরা। বিধান মার্কেটের সবজী ব্যাবসায়ীরা জানিয়েছেন আমাদের কিছুই করবার নেই,বেশী দামে কিনে কিভাবে কম দামে সবজী বিক্রি করব?আমাদের তো কোন লাভই হচ্ছে না, আমাদের যতক্ষন না পর্যন্ত দামের তারতম্য হবে ততদিন পর্যন্ত কিছুই করবার নেই।
একেই এত দুর থেকে সবজী আসে,আবার তার মধ্যে সবজী পচেও যায়,আমাদের সেই সবজীরও দাম দিতে হয়,তাই এই দামের হেরফের তখনই হবে যখন আমরা কম দামে সবজী কিনতে পারব। ততদিন পযর্ন্ত এই দামেই সবজী কিনতে হবে ক্রেতাদের। তবে দাম আবার কমে যাবে। একটু সময় দরকার।গোটা উত্তরবঙ্গ জুড়েই সবজীর দাম বেড়েছে তাই চিন্তা করে কোন লাভ নেই জানালন এক সবজী বিক্রেতা।