শহিদ এর পরিবারের সাথে দেখা করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি : সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের ডোডো জেলায় সন্ত্রাসবাদী হামলায় শহীদ হয়েছেন দার্জিলিংয়ের লেবং তথা শিলিগুড়ির ৪১ নং ওয়ার্ডের শাস্ত্রীনগরের বাসিন্দা ২৭ বছর বয়সী ভারতীয় সেনার ক্যাপ্টেন ব্রিজেশ থাপা। এদিন সকালে তার বাড়িতে গেলেন মেয়র গৌতম দেব। তিনি জানান দেশের স্বার্থে এত অল্প বয়সী এই সেনা জওয়ানের বলিদানে গোটা দেশ শোকস্তব্ধ, সঙ্গে আমরাও।
তিনি আরো জানান শোকার্ত পরিবারের পাশে আছি আমরা, আমাদের পক্ষে যতটা করতে পারা যায় ততটাই করবো। দেশের জন্য যারা নিজেদের জীবন বিসর্জন দেয় তারা শাহিদ বলে গন্য হয়। ওর পরিবারের প্রতি আমার সমবেদনা থাকলো, যদিও এটা একেবারেই সহজ ব্যাপার নয়, যাদের চলে যায় তারাই বুঝতে পারে কি চলে গেল। আমি শিলিগুড়ি পুরনীগমের পক্ষ থেকে ওর পরিবারের জন্য যতটা পারা যায় করবো। এদিন মেয়র অনেক্ষন কথা বলেন ব্রিজেশ থাপার পরিবারের সাথে। তাদের নিজের যোগাযোগ নং এবং যাবতীয় তথ্য দিয়ে দেন। তিনি আরো জানান ব্রিজেশ শাহিদ হয়েছে তাই ওর পরিবারের কেউ যদি চাকরির আবেদন করেন আমরা চেষ্টা করবো।