টাস্ক ফোর্স ঘুরে গেলেও কমেনি সবজির দাম ক্ষুদ্ধ শিলিগুড়ির সাধারন মানুষ
শিলিগুড়ি : শিলিগুড়িতে ঘুরে গেছে টাস্ক ফোর্স তা হলেও কমে যায় নি সবজির দাম। সাধারন মানুষ জানিয়েছেন একদিন ঘুরে গেলে জিনিসের দাম কমে যাবে না, এর উপরে আলুর দাম পঞ্চাশ টাকা হবে বলে জানা গেছে। অন্যান্য সবজির দাম এতো বেড়ে গেছে যে সাধারন মানুষ ব্যাগ খালি করে ফিরছেন। টমেটো এবং বেগুন এর দাম আগুন। শশার দাম বেড়ে গেছে অনেক টাই। শিলিগুড়ির সব জায়গা তেই সবজির দাম প্রায় একই। দাম বেড়েছে ফল এর ও। আলু এবং পেয়াজ এর দাম সাধারন মানুষের নাগালের বাইরে চলে গেছে। সরকার থেকে ন্যায্য মূল্যের দাম নির্ধারণ করে দেওয়ার পরেও দাম কমে নি, এটা নিয়েও ক্ষোভ সাধারন মানুষের। সব বাজার একই দাম জানালেন ক্ষুদ্ধ মানুষ।