শিলিগুড়িতে বেপরোয়া স্কুল বাস নিয়ে সতর্ক প্রশাসন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : গত মাসে কোন এক বাসের ধাক্কায় মৃত্যু হয়েছিল এক শিক্ষিকার। এরপরেও কোন হোল দল নেই স্কুল বাস চালকদের। তথ্য তথ্য যেভাবে সেভাবে বাস চালিয়ে একদিকে যেমন তারা পথচারীদের জীবন নিয়ে শঙ্কার সৃষ্টি করেছেন তেমনি অন্যদিকে তারা তাদেরই পাশে থাকা ছোট ছোট ছাত্র ছাত্রীদের জীবনে একটা অনিশ্চয়তা ডেকে আনছেন। তাদের বারবার বলা হলেও একেবারে এই দিকে নজর দিচ্ছেন না তারা। বারবার বিভিন্ন রাস্তা থেকে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে বেপরোয়া বাস চালানোর জন্য। শিলিগুড়িতে নাই নাই করে প্রতিদিন তিন হাজারের কাছাকাছি স্কুল বাস চলে। একবার যানজট সৃষ্টি হয় সকালবেলা এবং আরেকবার ফিরবার সময় বিকালের দিকে। বার বার ঘটছে দুর্ঘটনা তবুও সতর্ক হয়নি বাসচালকরা ।

এদিকে তাদের বিরুদ্ধে স্কুলেও অভিযোগ দায়ের করা হচ্ছে কিন্তু স্কুল কর্তৃপক্ষ এ ব্যাপারে উদাসীন থাকছেন বলেও অভিযোগ। আরে ফল ভুগতে হচ্ছে অভিভাবক এবং তাদের সন্তানদের। শিলিগুড়ি বিভিন্ন ব্যস্ততম এলাকা যেমন সেবক রোড হিলকার্ড রোড বর্ধমান রোডে প্রচন্ডভাবে বিপদজনক হয়ে উঠেছে বাস চালানো। হামেশাই ঘটে চলেছে ছোটখাটো দুর্ঘটনা। তাই এবারে এই দায়িত্ব নিতে চলেছে শিলিগুড়ি পৌরসভা, মেয়র গৌতমদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন এইভাবে আর যাই হোক বাস চালানোর অনুমতি দেওয়া যাবে না। কারণ এতে সংশয়ে পড়বে সবাই। নিয়ম মেনে বাস না চললে স্কুল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হবে যাতে অবিলম্বে বাস চালককে অন্য জায়গায় স্থানান্তরিত করে দেওয়া হয়। তবে এ নিয়ে স্কুল বাসচালকদের সংগঠন কিছু বলতে চায় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *