কাঞ্চনজঙ্গা এক্সপ্রেসের পর দেড় মাসের মধ্যে ফের ট্রেন দুর্ঘটনা রাঙাপানিতে
নিজস্ব সংবাদদাতা : কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস এরপর ফের আবার রেল দুর্ঘটনা ঘটলো রাঙা পানিতে। রেলের ট্যাংকার আনতে গিয়ে মালগাড়ির দুটো বগি এদিন লাইন থেকে বেরিয়ে যায়। আশেপাশের থেকে মানুষ ছুটে আসেন, তবে কেউ হতাহত হন নি। আশেপাশের লোকজন জানান এখন রেলযাত্রায় অনেক চিন্তা হয়ে পড়েছে। রেল দপ্তরে উচিত ঘটনাগুলো ঠিকভাবে দেখা যাতে যাত্রীরা আতঙ্কিত হয়ে না পড়েন। প্রতিটি রেললাইন কে সুরক্ষিত রাখার দায়িত্ব রেলেরই। আর তাদের কর্মীদের রক্ষার দায়িত্ব তাদের। আজকের রেল এত আধুনিক হচ্ছে কিন্তু তার সাথে সাথে বাড়ছে রেল দুর্ঘটনা। তাই আমাদের সবার প্রথমে নজর রাখতে হবে যাতে রেল দুর্ঘটনা কমিয়ে ফেলা যায়। যাত্রীদের প্রথম এবং শেষ পর্যন্ত সুরক্ষিত রাখতে হবে।