জলপাইগুড়িতে ডি ওয়াই এফ আই এর মিছিল তিলোত্তমার খুনিদের বিচার এবং কলতান দাশগুপ্তের মুক্তির দাবি জানিয়ে
জলপাইগুড়ি : জলপাইগুড়ি ডি ওয়াই এফ আই এর তরফ থেকে কলতান দাশগুপ্তের মুক্তি এবং আরজিকর ঘটনার খুনিদের শাস্তির দাবিতে এক বিক্ষোভ মিছিল করা হলো। ডি ওয়াই এফ আই এর তরফ থেকে জানানো হয়েছে আগামী তিনদিন তারা একইভাবে একই সাথে মিছিল করবে। তারা দাবি জানিয়েছে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে কলতান দাশগুপ্তকে। এটা সাজানো ঘটনা । তৃণমূল কংগ্রেস নিজেরা বাঁচতে এই কাজ করছে।
এছাড়াও তারা দাবি করে তিলোত্তমার খুনিদের এত ধরতে দেরি হচ্ছে কেন? এর পিছনে কি অন্য ঘটনা আছে? কেন সাজা হচ্ছে না ? দোষীদের কবে বিচার হবে? এত মানুষ যে, রাস্তায় নেমেছে আছে দিন রাত এক করে তাদের কোন দাম নেই? এই ঘটনা জন্য যে বা যারা দায়ী তাদের অবিলম্বে সাজা দিতে হবে। কাউকে আটকে রাখা যাবে না ? কাউকে আড়াল করা যাবে না, আজকের দিনে এই ঘটনা বিরল থেকে বিরলতম হয়ে গেছে। কারন মানুষ আজকে একেবারে বুঝতে পেরে গেছে যে তাদের সাথে কি হতে পারে? মিছিলটিতে পুরো ভাগে ছিলেন সিপিএমের জলপাইগুড়ি জেলার শীর্ষ নেতৃত্ব। মিছিলে যোগ দেন প্রচুর সাধারণ মানুষও। মিছিল আবার হবে বলে স্লোগান দেন ডি ওয়াই এফ আই এর কর্মীরা।