এবার বনধ মুখ্যমন্ত্রীর পাহাড় সফরের মাঝেই, চরম চূড়ান্ত দুর্ভোগ পর্যটকদেরও
বেস্ট কলকাতা নিউজ : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের মাঝেই পাহাড়ে ১২ ঘণ্টার বনধ পালন চা শ্রমিকদের। পাহাড়ে বেড়াতে গিয়ে আচমকা এই বনধের জেরে চূড়ান্ত দুর্ভোগের শিকার পর্যটকরা। সোমবার সকালে বনধের সমর্থনে পাহাড়ে মিছিল করেন চা শ্রমিকরা। পাহাড়ে ওঠা ও নামার রাস্তা আটকে বিক্ষোভ বনধ সমর্থনকারীদের।
পাহাড়ে বেড়াতে গিয়ে চূড়ান্ত বিপাকে পর্যটকরা। আজ সোমবার সকালে কার্শিয়ঙে বনধ সমর্থকদের সঙ্গে পুলিশের তুমুল ধস্তাধস্তি শুরু হয়ে যায়। রোহিনীতে এদিন বনধ সমর্থনকারীদের জমায়েত সরাতে গেলে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়ে যায় পুলিশের। এই ঘটনাকে কেন্দ্র করে সাময়িক উত্তেজনা ছড়িয়ে পড়ে এই এলাকায়। এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরের সময়ে বোনাসের দাবিতে পাহাড়ে ১২ ঘন্টার বনধ ঘিরে ব্যাপক দুর্ভোগ পর্যটকদের। দুর্গাপুজোর ঠিক আগে আগে এই মুহূর্তে পাহাড়ে বিপুল ভিড় পর্যটকদের। ঠিক এই সময়ে এই বনধের জেরে চরম বিপাকে পড়েন পর্যটকেরাও ।
এদিকে বনধ সমর্থনকারী চা শ্রমিকদের দাবি, তরাই ও ডুয়ার্সের বিভিন্ন চা বাগানে বোনাস মিললেও পাহাড়ে এখনও বোনাস মেলেনি। এ ব্যাপারে বাগান, মালিক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেও কোনও সিদ্ধান্ত না হওয়ায় বাধ্য হয়ে তাঁরা বনধ ডেকেছেন।