প্রচন্ড বৃষ্টিতে বিপর্যয়ের জেরে বন্ধ পাহাড়ের সব রাস্তা, ধসে অনিশ্চিত হয়ে পড়ল পাহাড়ের ব্যবসা
নিজস্ব সংবাদদাতা : টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, বন্ধ হয়ে যাচ্ছে প্রায় সব রাস্তাই, ঘুম, মিরিক রোড, সেবক সব রাস্তায় বন্ধ। টানা বৃষ্টির কারণে বড় বড় পাথরের চাই পড়ে আটকে গেছে সব রাস্তা। মিরিক এবং সেবক এ রাস্তা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে। এর ফলে পুজোর আগে প্রচন্ড সমস্যায় পড়েছেন হোটেল মালিকেরা। যত হোটেল আছে সিটি এবং দার্জিলিংয়ে প্রায় সব রাস্তায় বন্ধ। এর ফলে যারা পাহাড়ে চলে গেছেন আগে তারা প্রচন্ডভাবে সমস্যায় পড়ে গেছেন। যদিও দার্জিলিং এ ফিরে আসার রাস্তা আছে।, কিন্তু সিকিমের রাস্তা একটাই ফলে পর্যটকেরা তিনগুণ গাড়ি ভাড়া দিয়েও সমতলে এসে পৌঁছাতে পারছেন না।

এদিকে সিকিমের বৃষ্টির সাথে সাথে তাপমাত্রা প্রায় নেমে গেছে অনেকটাই, অনেকেই সম্পূর্ণভাবে তৈরি না হয়ে সিকিম বেড়াতে চলে এসেছিলে, ঠান্ডা হয়ে যাওয়ায় আবহাওয়া পর্যটকদের সোয়েটার এবং চাদর কিনতে হচ্ছে, কিনতে হচ্ছে কম্বল ও। রাস্তা খারাপ হওয়ায় আগেই সবকিছু ঠিকঠাক থাকলেও ফিরে গেছে অনেক গাড়ি। একদিকে যেমন মুশকিলে পড়েছে হোটেল মালিকেরা , আবার অন্যদিকে দ্বিগুন টাকা দিয়েও সামনে এসো ফিরে যেতে হচ্ছে পর্যটকদের। রাস্তা বন্ধ দুপুর থেকে, সেনাবাহিনী এবং স্থানীয় মানুষ কোন কোন জায়গায় পৌঁছে গিয়ে ধস সারাবার কাজ করে চলেছেন। তবে জানা গেছে যেভাবে ধস নেমেছে তাতে খুব তাড়াতাড়ি এই রাস্তা ঠিক করা সম্ভব নয়। ধসে অনিশ্চিত হয়ে পড়ল পুজোর জন্য পাহাড়ের ব্যবসা।