উত্তরবঙ্গে ঘুরতে যাচ্ছেন? সামান্য খরচেই ঘুরে দেখুন ডুয়ার্স, রয়েছে অভূতপূর্ব আয়োজনের ফাটাফাটি বন্দোবস্তও

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পর্যটনের মরশুম পুরোদমে শুরু হয়ে গিয়েছে। ভ্রমণপ্রিয় বাঙালি পর্যটকদের জন্য এবার উত্তরবঙ্গে ফের এক নতুন ফাটাফাটি বন্দোবস্ত চালু হয়ে গিয়েছে। এবার ডুয়ার্স ঘোরাতে দারুণ এক বন্দোবস্ত করেছে পর্যটন দফতর। দিন কয়েক আগেই এই পরিষেবার সূচনা হয়েছে। ইতিমধ্যেই সেই পরিষেবা দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। অপূর্ব এই বন্দোবস্ত চালুর জন্য পর্যটন দফতরকে সাধুবাদ জানিয়েছেন পর্যটন ব্যবসায়ীরা।

ঘুরে দেখুন ডুয়ার্স । ডুয়ার্স ঘোরানোর জন্য ফাটাফাটি বন্দোবস্ত করেছে পর্যটন দফতর। এবার পাহাড়, জঙ্গল, চা বাগান ঘুরে দেখুন দারুণ আরামে। নাগালেই এই প্যাকেজ ট্যুরের ভাড়া। খরচ ১০০০ টাকারও কম। এককথায় এলাহি বন্দোবস্ত এবং জমাটি খাওয়া-দাওয়ার সঙ্গে সারুন একদিনের ডুয়ার্স ট্যুর। এদিকে দিন কয়েক আগে থেকেই ভ্রমণপ্রিয় পর্যটকদের জন্য দারুণ এই পরিষেবা চালু করে দিয়েছে পর্যটন দফতর। বাসে মাদারিহাট থেকে ভুটানের ফুন্টশোলিং হয়ে বক্সা ব্যাঘ্র প্রকল্পের ডিমা ভিউ পয়েন্ট। সেখান থেকে রাজাভাতখাওয়া মিউজিয়াম, জয়ন্তী রিভার ভিউ হয়ে মাঝেরডাবরি চা বাগান-সহ কয়েকটি এলাকা ঘুরে আবারও মাদারিহাটে ফিরতে হবে।পর্যটকদের মাথাপিছু ১০০০ টাকারও কম খরচ পড়বে একদিনের এই প্যাকেজ টুরে। দুপুরের খাওয়া দাওয়ার জন্য এলাহি সব আয়োজন থাকবে। উৎসবের মরশুমে এই প্যাকেজ ট্যুর চালু হয় দারুণ আনন্দে পর্যটকরা। সেই সঙ্গে খুশি এলাকার পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত থাকা ব্যবসায়ীরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *