আর জি কর কান্ড নিয়ে অযথা বাড়াবাড়ি শুরু করেছেন ডাক্তারেরা, জানালেন তৃণমূল নেতা কমল কর্মকার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : আর জি কর কান্ড নিয়ে ডাক্তারদের এবার নিশানা করলেন তৃণমূল নেতা কমল কর্মকার। তিনি এও বলেন আরজিকর নিয়ে বাড়াবাড়ি শুরু করেছেন ডাক্তারেরা, যা ঘটেছে এবং যা হয়েছে তা একেবারে নিন্দনীয় , কিন্তু তা বলে এই নয় সবকিছু মাত্রা ছাড়িয়ে যাবে, যা হচ্ছে বাংলার মানুষের জন্য একেবারে ঠিক নয়, কারন এতে সবথেকে বেশি সমস্যায় পড়ে যাবেন নিম্নবিত্তরা, যারা রোজকার ইনকাম রোজ করেন। অসুস্থ হলে কে দেখবে তাদের? তাদের ভরসা তো ওই হাসপাতাল এবং মেডিকেল কলেজ, যেখানে তারা চিকিৎসা করাতে যান।

তিনি আরো বলেন আজকে এক দুদিন বন্ধ থাকলে কোন কথা ছিল না, কিন্তু দিনের পর দিন যদি একইভাবে চলতে থাকে , তবে আমাদের অবস্থা কি হবে। আজকাল ওষুধ এবং কোন পরীক্ষা করতে চাইলে, হাজার হাজার টাকা খরচ হয়, একমাত্র হাসপাতাল এবং মেডিক্যাল কলেজই এই চিকিৎসা ভালো হয়। আর সেখানেই দিনের পর দিন ধরে চলছে, ডাক্তারদের আন্দোলন। আমি ব্যক্তিগতভাবে কোন মতেই এই আন্দোলনকে সমর্থন করছি না। কারণ এতে কারো ভালো হবে না। আমি এটুকুই বলতে চাই আপনারা আন্দোলন করুন, কিন্তু রোগীও দেখুন, এই অসহায় চরম অমানবিক অন্যায় করবেন না এই নিরীহ মানুষগুলোর ব্যাপারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *