আসছে কালীপুজো সেই সাথে সাথে পাল্লা দিয়ে বিক্রি বাড়ছে মাটির প্রদীপের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : আসছে কালীপুজো সেই সাথে সাথে, বিক্রি বাড়ছে মাটির প্রদীপের। দিওয়ালি আস্তে আর বেশি দেরি নেই, তাই এখন থেকেই মাটির প্রদীপ সহ, নানা রকমের মাটির জিনিস বিক্রি করছেন বিক্রেতারা। যেটা কালীপুজোর সময় দরকার হয়। আগের থেকে অবশ্য অনেকটাই বেড়েছে মাটির প্রদীপের দাম। কেন বাড়লো?

বিক্রেতারা জানিয়েছেন তাদের কোন কিছুই করার ছিল না, সব জিনিসের দাম বাড়ছে, মাটির প্রদীপ তো বাড়তেই পারে। আমাদেরও তো চলতে হবে, সারা বছর মাটির প্রদীপ বিক্রি করে আমাদের সংসার চলে, না চলল এই সময় বিক্রির উপর অনেকটাই নির্ভর করে থাকি আমরা, বাইরে থেকে আসি আমরা সেই সাথে সাথে থাকা এবং খাওয়ার খরচ তো আছেই, তাই আমাদের আর কোন উপায় নেই, মাটির প্রদীপ এখন তৈরি করছো অনেক সময় লাগে, আর সত্যি কথা বলতে সারা বছর তো আর বিক্রি হয় না, আগে তো তাও মেলা ছিল , এখন সারা বছরে এই কালীপুজোর আগের সময়টাই যা দরকার হয়। তবে শিলিগুড়িতে দাম বাড়লেও ভালোই বিক্রি হচ্ছে মাটির প্রদীপ, বিক্রেতারা জানিয়েছেন আমরা খুশি। এরপরে তো মাথার উপর ভগবান আছেন ই। তিনি আমাদের ভরসা, তবে সব মিলিয়ে যে ভয়টা পাচ্ছিলেন বিক্রেতারা মা কালীর আগমনের আগে সেই ভয়টা তাদের অনেকটাই কেটে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *