কালী প্রতিমা নিরঞ্জনের সময় হঠাৎ বাজা কদমতলা ঘাটে ভেসে এল দেহ , চোখ পড়তেই চক্ষু চড়কগাছ পুলিশের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বৃহস্পতিবার কালীপুজো হয়েছে। তবে মণ্ডপে-মণ্ডপে প্রতিমা এখনও রয়ে গিয়েছে। বাড়ির ঠাকুরগুলি ভাসান হয়ে গেলেও বারোয়ারি পুজোর নিরঞ্জন এখনও হয়নি। রবিবার সেই সকল পুজোগুলির নিরঞ্জন চলছিল। তখনই চক্ষু চড়কগাছ হওয়ার জোগাড়। জানা গিয়েছে, এ দিন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাজাকদমতলা ঘাটে যথারীতি প্রতিমা নিরঞ্জন চলছিল। সেই সময় আচমকা পচাগলা দেহ ভেসে আসতে দেখে পুলিশ। যা দেখে হইচই পড়ে যায়। দ্রুত পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। এদিকে পুলিশ সূত্রে খবর, মৃতদেহটি কোনও মধ্যবয়সী পুরুষের। তাঁর প্যান্ট থেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে। বাজাকদমতলা থানার পুলিশ খতিয়ে দেখছে মৃতদেহটি কোথা থেকে এসেছে।

উল্লেখ্য, এদিকে আবার জায়গায়-জায়গায় কালীপুজোর সময় অশান্তির খবর প্রকাশ্যে এসেছে। বিজয়গড়ে মদ খাওয়ার প্রতিবাদ করায় এলাকাবাসীকে মারধরের অভিযোগ ওঠে প্রোমোটারের বিরুদ্ধে। ঘটনায় গ্রেফতার তিন জন। অপরদিকে, হালতু থেকেও এসেছে অশান্তির খবর। সেখানে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত হয়ে উঠল এলাকা।এক পুজো উদ্যোক্তাকে মেরে চোখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ। অভিযোগের তির ১০৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লিপিকা মান্নার অনুগামীদের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *