আনন্দময়ী কালী বাড়ির প্রতিষ্ঠাতা বিপ্লবী কবি মুকুন্দ দাসের আবক্ষ মর্মর মূর্তির আবরণ উন্মোচন করলেন মেয়র গৌতম দেব
নিজস্ব সংবাদদাতা : আনন্দময়ী কালী বাড়ির প্রতিষ্ঠাতা বিপ্লবী কবি মুকুন্দ দাসের আবক্ষ মর্মর মূর্তির আবরণ উন্মোচন করলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান, মুকুন্দ দাসের নাম আমাদের কাছে অত্যন্ত প্রচন্ড গর্বের। চারণ কবি হিসেবে পরিচিত তিনি, তার কবিতা আমাদের কাছে এক অসাধারণ পরিচিতি। মুকুন্দ দাস ছিলেন, এক অসাধারণ ব্যক্তিত্ব। তিনি তার লেখার মাধ্যমে আমাদের কাছে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেছেন। মুকুন্দ দাস আমাদের কাছে শুধু কবি হিসেবেই পরিচিত নন, একজন সামাজিক স্রষ্টা হিসেবেও বিশেষ পরিচিত । এদিন গৌতম দেবের সাথে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, এবং শিলিগুড়ি পুরসভার এম এমআইসি এবং কাউন্সিলাররাও।