ছট পুজোর দিন শিলিগুড়িতে প্রদীপ জ্বালিয়ে আরজিকরের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করবেন হিজরেরা
শিলিগুড়ি : আগামী ৭ তারিখ ছট পুজো, ঐদিন অভিনব প্রতিবাদ করবেন হিজরেরা। আর জি করের বিরুদ্ধে প্রদীপ জ্বালিয়ে তারা প্রতিবাদ করবেন। হিজড়াদের তরফ থেকে বাসন্তী ময়না জানিয়েছেন, প্রায় তিন মাস হতে চলল, একজন ডাক্তার মারা গেলেন, অত্যাচারিত হলেন, কিন্তু সব দোষীরা ধরা পড়লো না। অন্ধকারে সময় কাটাচ্ছে মানুষ। একজন বাবা তার সন্তানকে হারালো, একজন মা তার মেয়েকে হারালো, একমাত্র তারাই বুঝতে পারছেন এই তিন মাস তারা কিভাবে কাটাচ্ছেন। চোখের সামনে ঘটে যাওয়াই ঘটনা, যে কত অমানবিক সেটা আমরা এই তিন মাসেই বুঝতে পেরেছি। অত্যাচারি যতই শক্তিশালী হোক, সে কখনোই আইনের উর্ধ্বে নয়, এত জঘন্য কাজ করে যদি সে সাজা না পায়, তবে কিসের আইন কিসের আদালত?
তারা আরো জানান,এদিকে একজন প্রতিভাবান ডাক্তার পৃথিবী ছেড়ে চলে গেল অথচ প্রতিবাদ ছাড়া আর কিছুই হচ্ছে না। তাই আগামী ৭ তারিখ ছট পুজোর দিন আমরা মহানন্দা নদীর তীরে, প্রদীপ জ্বালিয়ে আরজিকর হত্যাকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ করব। ঐদিন আমাদের সমস্ত সংগঠনের সদস্যরা এসে মিলিতভাবে প্রতিবাদ করবে। আমরা সরকারের কাছে দাবি করব, অবিলম্বে দোষীদের ধরা হোক, এবং দোষীরা কঠোর সাজা পাক। আমরা বুঝতে পারি সবকিছু, কত ব্যথা কত যন্ত্রণার মধ্য দিয়ে ওই মেয়েটির এই দুনিয়া ছেড়ে চলে গেল এটা একমাত্র সেই বুঝতে পেরেছে। আমরা প্রতিবাদ করব, এবং দাবি জানাবো যাতে অবিলম্বে দোষীরা সাজা পায়।