জন্মদিনের উপহার, বিরাট কোহলিকে ৩৩ ফুটের একটি ছবি উপহার দিলেন তুফানগঞ্জের এক যুবক
নিজস্ব সংবাদদাতা : ভারতীয় ক্রিকেট বিরাট কোহলির জন্মদিন উপলক্ষ্যে তাঁর এক ভক্ত ৩৩ ফুট লম্বা ও ২৬ ফুট চওড়া ছবি এঁকে এলাকায় তাক লাগিয়ে দিয়েছেন তুফানগঞ্জের এক যুবক। প্রায় ৮০০টি এ-থ্রি পেপার আঠা দিয়ে জোড়া লাগিয়ে তার ওপর চারকোলের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন কিং কোহলিকে। রাতদিন এক করে খেটেও আর্টপিসটি তৈরিতে সময় লেগেছে ১৬ দিন। অন্দরান ফুলবাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের পালপাড়া এলাকার বাসিন্দা শুভঙ্কর পাল। কলেজ পড়ুয়া এই তরুণ ছোটবেলা থেকেই বিরাটের ভক্ত। তিনি কোচবিহার কলেজের বিবিএ, পঞ্চম সিমেস্টারের ছাত্র। ছোটবেলা থেকেই ছবি আঁকা শিখেছেন। সঙ্গে ভালোবাসতেন ক্রিকেট খেলতে। বিরাট কোহলির কোন ম্যাচ দেখেননি তা তাঁর মনে পড়ে না। তাই হয়তো প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ১টা পর্যন্ত শুধু বিরাটের একটা ছবির প্রতি মনঃসংযোগ করে এই কাজ করেছেন।
শুভঙ্কর বললেন, ‘আমি বিরাট কোহলির খুব বড় ফ্যান। গতবছর ওঁর জন্মদিন উপলক্ষ্যে ৮ ফুটের একটি ছবি এঁকেছিলাম। এবার কাগজের ওপর চারকোলে যে ছবিটি এঁকেছি তা ভারত তথা বিশ্বের মধ্যে সবচেয়ে বড়। এর আগে পেপারে বিরাটের এত বড় ছবি কেউ আঁকেনি। মোট ৭০০ স্কোয়ার ফুটের ছবি।’ বন্ধুদের সঙ্গে কেক কেটে কোহলির ৩৬তম জন্মদিন পালন করবেন তাঁরা।
শুভঙ্করের বাবা সুধীরচন্দ্র পাল কৃষিকাজে যুক্ত। মা মণিকা গ্রাম পঞ্চায়েতের স্বরোজগারী দলের কাজ করেন। দিদি সুপর্ণা এখন এমএ পড়ছেন। শুভঙ্করকে তাঁরা প্রত্যেকেই প্রতিনিয়ন উৎসাহ জুগিয়েছেন। পুজোর আগেই তিনি এই ছবি আঁকার পরিকল্পনা নিয়েছিলেন। মণিকার কথায়, ‘ছেলের এই কাজে আমরা সবসময় উৎসাহ দিতাম। সে একক চেষ্টাতেই এই কাজ করেছে। আমরাও ভীষণ খুশি।’