অনুষ্ঠিত হলো শিলিগুড়ি পুর নিগমের আরবান ল্যান্ড ডিস্ট্রিবিউশন কমিটির বিশেষ এক বৈঠক

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি পুর নিগমের আরবান ল্যান্ড ডিস্ট্রিবিউশন কমিটির বৈঠক অনুষ্ঠিত হলো শিলিগুড়ি পুরসভায়। এদিন উপস্থিত ছিলেন মেয়র গৌতমদেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার এবং এমএমআই সিরা। মেয়র গৌতম দেব এদিন জানান অনেকদিন ধরে এই বৈঠক হবার কথা ছিল, কিন্তু নানা কারণে পিছিয়ে যাচ্ছিল এই বৈঠক। অবশেষে এই বৈঠক করা গেল। আধিকারিকেরা উপস্থিত থাকার কারণে আমাদের সবার সুবিধা হল। বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল, যেটা আগামী দিনে কার্যকরী করা হবে।

এদিন তিনি আরও বলেন শিলিগুড়িতে আমরা স্মার্ট সিটি হিসাবে দেখতে চাই আগামী দিনে, তাই এই বৈঠক আমাদের কাছে প্রচন্ডভাবে গুরুত্বপূর্ণ ছিল। কোনো রকম সমস্যা হবে না , মানুষ সব পরিষেবা দ্রুত পাবেন। মানুষ আমাদের ভোট দিয়ে , ক্ষমতায় এনেছেন , আর আমাদের দায়িত্ব মানুষের কাছে সেই বিশ্বাস এবং সেই দায়িত্ব ফিরিয়ে দেওয়া। শিলিগুড়ির নাম এখন সারা ভারতজুড়ে, মানুষ চেনেন শিলিগুড়ি কে জানেন, আর আমরা যদি শিলিগুড়িকে এগিয়ে নিয়ে যেতে পারি, আমাদের সময়কালে আমাদের চাইতে আর বেশি খুশি কেউ হবে না বলেও এদিন জানান মেয়র গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *