দার্জিলিঙে বাচ্চাদের সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সবার হাতে দিলেন চকলেট
নিজস্ব সংবাদদাতা : দার্জিলিঙে সকালে প্রথম ভ্রমণ ছেড়ে, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেরিয়ে পড়লেন পাহাড়ে। মুখ্যমন্ত্রীকে দেখে এক ঝাক মানুষ চলে আসলেন, মুখ্যমন্ত্রী সবার সাথে হাত মিলিয়ে এগিয়ে গেলেন, রাস্তায় উপস্থিত ছিল সারি সারি স্কুলের ছাত্র-ছাত্রীরা, মুখ্যমন্ত্রী সবার কাছে গেলেন এবং সবার হাতেই চকলেট তুলে দিলেন। মুখ্যমন্ত্রী এদিন জানান যত কাজই থাকুক না কেন, বাচ্চাদের সাথে সময় কাটানো প্রচন্ড আনন্দের ব্যাপার। আমি সব সময় চেষ্টা করি একটু সময় বের করে ওদের সাথে সময় কাটাতে, এতে মন ভালো থাকে। আজকে আমি দেখলাম ওরা আমার কাছে আসতে চেষ্টা করছিল এবং ভয়ও পাচ্ছিল , তবে সবার সাথে দেখা করতে পেরে ভালো লাগছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী এদিন চকলেট তুলে দেন স্কুল ড্রেস পরিহিত বাচ্চাদের কাছে। বাচ্চারা হাসিমুখে চকলেট নেন। শীতের শুরুতে শীত যখন আসতে শুরু করেছে তখন মুখ্যমন্ত্রীর পাহাড়ে আগমন একটা বাড়তি উত্তেজনা সৃষ্টি করেছে পাহাড় বাসীদের মন। মুখ্যমন্ত্রী কয়েকদিন আছেন পাহাড়ে , এবং পাহাড়ের বিষয়ে হয়তো তিনি কিছু সিদ্ধান্ত নিতে চলেছেন বলে জানা গেছে। তবে সবকিছুই সময়ের অপেক্ষা, মুখ্যমন্ত্রী বেশি কোথাও যাবেন না, পাহাড় থেকে সমতলে নেমেই কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। সবাই শীতের এই সময় পাহাড়ে আসা মুখ্যমন্ত্রীর কাছেও বাড়তি আনন্দ দিচ্ছে এটা হলফ করে বলতে পারা যায়। পাহাড়ে গিয়ে মুখ্যমন্ত্রী শুধু রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আসেননি এটা মুখ্যমন্ত্রীকে দেখে বোঝা যায়। চাদর গায়ে দেওয়া মুখ্যমন্ত্রী আজকে যথেষ্ট স্বাভাবিক ছিলেন এবং সবার সাথে কথা বলতে চেষ্টা করেছিলেন। যদিও কত নিরাপত্তার কারণে তার পক্ষে সবার কাছে যাওয়া সম্ভব ছিল না।