লাঞ্চ টাইমে কর্মীরা বেরিয়েছিলেন খেতে , ফেরত এসে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখলেন খোদ অফিসের মালিককে
বেস্ট কলকাতা নিউজ : দুপুর হয়েছে। সেই কারণে খাবারের খেতে বাইরে গিয়েছিলেন কর্মীরা। সেই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন এক ব্যবসায়ী। নিজের অফিস রুমে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন তিনি। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার বিষ্ণুপুর পৌরসভার কেজি ইঞ্জিনিয়ারিং কলেজ সংলগ্ন এলাকায়। নিজের অফিস থেকে এক ব্যবসায়ীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য। মৃত ব্যবসায়ীর নাম শ্যামাপদ চট্টোপাধ্যায়। বয়স আনুমানিক ৫১ বছর। বাড়ি বিষ্ণুপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের তিলবাড়ি।
স্থানীয় সূত্রে খবর, প্রতিদিনের মতো এদিনও তিনি নিজের অফিসে কাজ করছিলেন। দুপুরে অফিসের অন্য স্টাফ খাবার খেতে গেলে সেই সময় অফিস ঘরে সিলিং ফ্যানে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে ওই ব্যবসায়ী। পরে একজন অফিস স্টাফ অফিসে ঢুকলে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর দেওয়া হয় বিষ্ণুপুর থানায়। ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় বিষ্ণুপুর জেলা হাসপাতালে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে সূত্রের খবর।