শুধুমাত্র রাসের উপলক্ষে নয়, দুলাল সাহা মানুষকে খাওয়াতে ভালবাসেন বরাবরই
নিজস্ব সংবাদদাতা : আমি মানুষকে খাওয়াতে ভালোবাসি, শুধুমাত্র উপলক্ষে নয় মানুষকে খাওয়ালে আমার অদ্ভুত তৃপ্তি লাগে। ঠিক এমনটাই মন্তব্য পাকুরতলা নিবাসি দুলাল সাহার তিনি জানালেন মানুষকে খাওয়ালে পূর্ণ করা হয়। তবে পূর্ণ করতে মানুষকে খাওয়াতে চাই না আমি, খাওয়ার পরে মানুষ যে আনন্দ পায়, তার জন্যই আমি মানুষকে খাওয়াতে পছন্দ করি। আমি এর আগেও বহুবার খাইয়েছি, আর ভবিষ্যতেও খাওয়াবো। এর জন্য কোন আলাদা অনুভূতি নেই আমার। দুলাল সাহা জীবন বীমা নিগম এর প্রাক্তন অফিসার পদে ছিলেন। বর্তমানে অবসর চলছে তার অবসর জীবনে মানুষের সাথে চলতে পারাটাই প্রথম কাজ। আমি পছন্দ করি মানুষের পাশে দাঁড়াতে, মানুষের পাশে হাসি ফোটাতে। তাই মানুষকে খাওয়ানো আমার কাছে দায়িত্বের মধ্যে পড়ে।
তিনি এও বলেন দেড়শো কোটি মানুষ ভারতবর্ষে, এর মধ্যে কত মানুষ অভুক্ত থাকে, আমি যদি তাদের মধ্যে কয়েকজনকে খাইয়ে আমার কর্তব্য করি কোথায় দোষ আছে? আমার কাজ মানুষের কাছে এবং মানুষের সাথে দৌড়ানো। এখন অতটা না পারলেও মানুষকে খাওয়াতে ভালোবাসি, তাই আমি আজ পবিত্র রাসের দিনে মানুষকে খাওয়াতে একটা তৃপ্তি অনুভব করলাম। জানালেন দুলাল সাহা। তার কথায় মানুষকে পেট ভরাতে পারলে , একটা আলাদা আনন্দ অনুভব করা যায়, একটা ভালো দিন বহু মানুষকে পাশে পেলাম। তাই আজ সন্ধ্যায় একটু আলাদাভাবে কাটাতে চাইলাম আমি ভবিষ্যতেও খাওয়াবো, তবে আজকের দিনটা হয়তো আমার কাছে একটু আলাদা থাকবে। জানালেন দুলাল সাহা।