কৃষিজাত পণ্যদ্রব্যের লাগাম ছাড়া দাম বৃদ্ধি নিয়ে বিশেষ বৈঠক করলেন মেয়র গৌতম দেব
শিলিগুড়ি: : কৃষিজাত পণ্যদ্রব্যের মূল্য বাড়ছে দিনের পর দিন। কিভাবে দাম একই জায়গায় রাখা যায় এবং এর স্থিতিশীলতা সম্পর্কিত বৈঠক অনুষ্ঠিত হলো এদিন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কমিশনার এবং সচিব শিলিগুড়ি পুর নিগম, এস ডি ও শিলিগুড়ি, এনফোর্সমেন্ট ডাইরেক্টর, ডেপুটি ডাইরেক্টর এগ্রিকালচার, এগ্রিকালচার মার্কেটিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর কন্জিউমার অ্যাফেয়ার্স, পুলিশ আধিকারিক, ডিস্ট্রিক্ট ফুড কন্ট্রোলার, ডেপুটি ডাইরেক্টর হর্টিকালচার, সেক্রেটারি শিলিগুড়ি রেগুলেটেড মার্কেট কমিটি, শিলিগুড়ি ফ্রুটস্ এন্ড ভেজিটেবেলস্ অ্যাসোসিয়েশন, এর আধিকারিকেরা।

এদিন মেয়র জানান শীতের সময় এই বছরের জিনিসপত্রের দাম বেড়ে গেছে নাগালের বাইরে। মানুষ ফল এবং সবজি কিনতে গিয়ে ক্রমশ নাজেহাল হচ্ছেন। তাই আমরা আজকের বৈঠকে জিনিসপত্রের মূল্য নির্ধারণ করে তার এক নির্দিষ্ট জায়গায় আনাবার জন্য বৈঠক করলাম। মেয়র আরও জানান আমাদের পরিকল্পনা বাস্তবায়িত হলে মানুষের উপকারই হবে। উপস্থিত সবাইকে আহবান করে মেয়র এদিন বলেন আপনারা সবাইতো নিজেরাও বাজার করেন, মূল্যবৃদ্ধির সমস্যা আপনারাও বুঝবেন।