এক ঠিকাদারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ফাঁকা মাঠে, তুলে নিয়ে গিয়ে খুনের অভিযোগ
পরিবারের তরফে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ফাঁকা মাঠে উদ্ধার হল এক ঠিকাদারের ক্ষতবিক্ষত দেহ । চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে মালদহের চাঁচল থানার রনঘাট গ্রামে। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে খুন করা হয়েছে মোহাম্মদ ইসমাইল নামে বছর ছত্রিশের ওই ঠিকাদারকে। বাড়ি থেকে ৪০ কিমি অদূরে পুখুরিয়া এলাকার একটি নির্জন ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় তাঁর দেহ। বাড়িতে স্ত্রী-সহ রয়েছে তিন সন্তানও ।

এদিকে পরিবার সূত্রে খবর, বিকালে প্রতিবেশী এক যুবকের সঙ্গে গাড়ি করে বেরিয়ে গিয়েছিলেন ইসমাইল। কিছু সময়ের মধ্যে আসে মৃত্যুর খবর। পুখুরিয়া এলাকার একটি নির্জন ফাঁকা মাঠ থেকে উদ্ধার হয় তাঁর ক্ষতবিক্ষত। তাতেই শোরগোল পড়ে যায় এলাকায়। পরিবারের অভিযোগ, ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেই খুন করা হয়েছে ইসমাইলকে। অবশেষে তদন্তে নামে পুলিশ।

মৃতের ভাই বলেন, “খবরটা যখন শুনি তখন আমি বাড়িতে ছিলাম না। বাড়ি এসে তো এই কাণ্ড দেখি। ওকে খুন করা হয়েছে। শরীরে বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে। পিস্তল বা ছুরি দিয়ে আঘাত করা হয়েছে বলে জানা গেছে। কে বা কারা খুন করল বুঝতে পারছি না। থানার দ্বারস্থ হয়েছি । এবার পুলিশ তদন্ত করে দেখুক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *