জঙ্গলময় দাপিয়ে বেড়াচ্ছে প্রকাণ্ড রয়্যাল বেঙ্গল টাইগার, রাতের ঘুম উড়েছে সংলগ্ন এলাকার বাসিন্দাদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : জঙ্গলমহলে আবারও ফিরল বছর সাতেক আগের বিরাট সেই আতঙ্ক। আবারও রয়েল বেঙ্গল টাইগারের আতঙ্ক গ্রাস করেছে ঝাড়খণ্ড সীমানা লাগোয়া ঝাড়গ্রামের বিস্তীর্ণ জঙ্গল পাড়ের এলাকায়। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের জঙ্গলে দাপিয়ে বেড়াচ্ছে ওড়িশা থেকে আসা একটি রয়্যাল বেঙ্গল টাইগার। প্রকাণ্ড ওই বাঘিনীর ভয়ে এককথায় থর-হরি কম্প অবস্থা ঝাড়গ্রামের জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকায়।

২০১৮ সালের পুনরাবৃত্তি ঘটুক এমনটা চায় না রাজ্য সরকার। সেই কারণেই এবার ঝাড়খণ্ড সীমানায় রয়্যাল বেঙ্গল টাইগারের গতিবিধি নজরে আসতেই বনদপ্তরের কর্মীরা কোমর বেঁধে নেমে পড়েছেন। প্রতিনিয়ত ঝাড়খণ্ড বনদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। বাঘটি ঠিক কোন জায়গায় অবস্থান করছে, সে ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তথ্য নেওয়া হচ্ছে ঝাড়খণ্ড বনদপ্তরের কাছ থেকে। দিন কয়েক ধরেই পশ্চিমবঙ্গের ঝাড়গ্রাম লাগোয়া পড়শি রাজ্য ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জের জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে একটি রয়্যাল বেঙ্গল টাইগার। তা নিয়ে তুমুল আতঙ্ক ছড়িয়েছে ঝাড়গ্রামের বেলপাহাড়ি,গিধনি,জামবনি-সহ বিস্তীর্ণ বনাঞ্চলে। পর্যটনের ভরা মরশুমে জঙ্গলমহলের বেশ কিছু জায়গায় ভিড় বেড়েছে পর্যটকদের। তবে রয়্যাল বেঙ্গল টাইগার নিয়ে আতঙ্ক তৈরি হওয়ায় সন্ধ্যের আগেই পর্যটকদের জঙ্গল লাগোয়া এলাকা থেকে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে।

ঝাড়খণ্ড সীমানা বরাবর ইতিমধ্যেই নজরদারি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের বনমন্ত্রী বীরবাহা হাঁসদা। তিনি জানিয়েছেন, গত মঙ্গলবার থেকে বনকর্মীরা আরও বেশি সক্রিয় রয়েছেন। প্রতিনিয়ত বাঘের গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। ঝাড়খণ্ড সীমানা লাগোয়া এলাকার মানুষজনদের জঙ্গলে যেতে নিষেধ করা হচ্ছে। উল্লেখ্য , এর আগে ২০১৮ সালেও একইভাবে একটি প্রকাণ্ড একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঢুকে পড়েছিল লালগড়ের জঙ্গলে। ওই বাঘটি ওড়িশার সিমলিপাল থেকে এসেছিল বলে জানা যায়। দিন কয়েক ধরে বাংলার জঙ্গলে দাপিয়ে বেরিয়ে শেষমেষ আদিবাসীদের হাতে প্রাণ খাওয়াতে হয়েছিল সেই রয়্যাল বেঙ্গল টাইগারটিকে। তা নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছিল। এবার ফের একবার বাঘের আতঙ্ক ঝাড়গ্রামের ঝাড়খণ্ড সীমানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *