‘চরম প্রাণহানির আশঙ্কা রয়েছে চিন্ময়কৃষ্ণ দাশের ‘, বারাকপুরে এসে এমনটাই বললেন আইনজীবী রবীন্দ্র ঘোষ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : চিন্ময়কৃষ্ণ দাসের মৃত্যুর আশঙ্কা তাঁর আইনজীবী রবীন্দ্র ঘোষের। বাংলাদেশ থেকে চিকিৎসার জন্য এপার বাংলায় এসেছেন রবীন্দ্র ঘোষ। বারাকপুরে বিশেষ কাজে গিয়েছিলেন তিনি। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাংলাদেশে জেলবন্দি চিন্ময়কৃষ্ণ দাসের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছেন সে দেশের বিশিষ্ট আইনজীবী। বাংলাদেশের জেলে বন্দি একদা ISKCON-এর সঙ্গে যুক্ত সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাস। আগামী ২ জানুয়ারি ফের চট্টগ্রাম আদালতে চিন্ময়কৃষ্ণ দাসের জামিন মামলা এগনোর আর্জির শুনানি হবে। তার আগে বারাকপুরে একটি বিশেষ কাজে এসেছিলেন সে দেশের বর্ষীয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ।

বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে কলকাতায় চিকিৎসা করাতে এসেছেন চিন্ময়কৃষ্ণ দাসের আইনজীবী রবীন্দ্র ঘোষ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রবীন্দ্র ঘোষ জানান , “চিন্ময়কৃষ্ণ দাসের হয়ে লড়তে গিয়েছিলাম চট্টগ্রামে। কারণ ওর হয়ে কোনও আইনজীবী সেখানে দাঁড়াতে পারছিলেন না। ওঁর বিরুদ্ধে কিছু জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে। এক আইনজীবী খুন হয়েছেন। কে খুন করেছে তা ভিডিও-য় দেখা গেছে। কিন্তু বিষয়টা নিয়ে ৭১ জন আইনজীবীর বিরুদ্ধে মামলা করল।”

উল্লেখ্য, শেখ হাসিনা সরকারের অবসানের পর বাংলাদেশের হিন্দুদের উপর অকথ্য নির্যাতন শুরু হয়। মহম্মদ ইউনূস নেতৃত্বাধীন সে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দিকে দিকে আক্রান্ত হচ্ছে সংখ্যালঘুরা। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের সুরক্ষার দাবিতে আন্দোলন শুরু করেছিলেন চিন্ময়কৃষ্ণ দাস। ইসকনের প্রাক্তন সন্ন্যাসী বাংলাদেশে সংখ্যালঘুদের হয়ে আওয়াজ তুলেছিলেন। তারপরেই রাষ্ট্রদ্রোহিতার মামলায় চিন্ময়কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে বাংলাদেশের পুলিশ। বারবার সে দেশের আদালতে তাঁর জামিনের আবেদন নাকচ করা হয়েছে। তাঁর হয়ে দাঁড়াতে চাইলেই হুমকি, মারধরের শিকার হচ্ছেন আইনজীবীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *