বিপ্লবী দীনেশ গুপ্তর ১১৪ তম জন্মবার্ষিকী পালন করল শিলিগুড়ি পুর নিগম
শিলিগুড়ি : বিপ্লবী দীনেশ গুপ্তর, ১১৪ তম জন্ম দিবস পালন করল শিলিগুড়ি পুরসভা। এদিন মেয়র গৌতম দেব বিপ্লবী দীনেশ গুপ্তর ছবিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেন , চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী এবং অন্যান্য কাউন্সিলারেরাও । এদিন মেয়র গৌতম দেব জানান ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে দীনেশ গুপ্তের নাম চির স্মরণীয় হয়ে থাকবে। তিনি তার জীবনের বিনিময়ে দেশকে স্বাধীনতা দেওয়ার পন করেছিলেন। আজকের দিনটি তাই ভারতবাসীর কাছে এক উল্লেখ যোগ্য দিন,। কারণ তিনি তার জীবন দিয়ে দিলেন আমাদের একটু ভালো রাখবার জন্য এবং ভালো থাকবার জন্য তার কথা তো আমাদের ভাবতেই হবে মনে রাখতেই হবে বলেও এদিন জানান মেয়র গৌতম দেব।