ভারতের মধ্যে সর্ব প্রথম, E -ভেসেল চলবে কলকাতায় গঙ্গাবক্ষে, উদ্বোধন হল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে
বেস্ট কলকাতা নিউজ : দেশের মধ্যে জলপথ পরিবহণে নজির গড়ল বাংলা। দেশের প্রথম বৈদ্যুতিক ভেসেল চলবে কলকাতার গঙ্গাবক্ষে। বৃহস্পতিবার আউট্রাম ঘাট থেকে সেই বিদ্যুৎচালিত ভেসেলের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের পরিবহণ দফতর সূত্রে জানা গিয়েছে, মিলেনিয়াম পার্কের জেটি থেকে বেলুড়মঠ হয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত যাবে এই ভেসেল। দেশের আর কোথাও জলপথ পরিবহণে পরিবেশবান্ধব বৈদ্যুতিক ভেসেল পরিষেবা নেই। মুখ্যমন্ত্রী এদিন বলেছেন, পরিবেশ দূষণ কমাতে বিশেষ ভাবে সাহায্য় করবে এই বিদ্যুৎচালিত ভেসেল। যাত্রীরা যেমন সুরক্ষিত থাকবেন, তেমনই অনেক বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবেন। মুখ্যমন্ত্রী এদিন আরও জানান, আগামীদিনে আরও ১২টি ই-ভেসেল এবং ১২টি ই-বার্জ চালানোর বিষয়ে রাজ্য সরকার পদক্ষেপ করবে। নতুন এই ভেসেলে দুটি ক্লাস রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত অংশে সফর করবেন ৩০ জন এবং সাধারণ শ্রেণিতে ৬০ জন।
আবার সন্ধ্যায় আউট্রাম ঘাট থেকে গঙ্গাসাগর মেলারও আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি গঙ্গাসাগর মেলা নিয়ে ফের একবার সরকারি খতিয়ান দেন। তিনি সরকারের দায়িত্ব নেওয়ার পরে কী ভাবে গঙ্গাসাগরের উন্নতি হয়েছে তা জানান। মুখ্যমন্ত্রী বলেছেন, “২০১১ সালে গিয়ে দেখেছিলাম, ওখানে কিচ্ছু ছিল না। আজকে সব করে দিয়েছি। আগে বলা হত, সব তীর্থ বার বার, গঙ্গাসাগর এক বার। আর এখন সবাই বলেন, সব তীর্থ এক বার, গঙ্গাসাগর বার বার। কারণ, এখন আর যাতায়াতে কোনও অসুবিধা নেই।”