প্রবল ঠান্ডায় কাঁপছে শৈল শহর দার্জিলিং, চরম আনন্দে পাহাড়ের সাধারণ মানুষজন
দার্জিলিং : ঠান্ডায় কাঁপছে দার্জিলিং, আর সেই আনন্দেই মানুষ। গত কয়েক দিন ধরে দার্জিলিংয়ের তাপমাত্রা মাইনাস এর কাছাকাছি চলে গেছে। ঠান্ডায় গরম জামা কাপড়ের দাম বেড়ে গেছে, অনেকটাই। দার্জিলিংয়ের আবহাওয়া অনেকটাই নেমে গেছে। গোটা দার্জিলিং জুড়ে এখন পর্যটকদের আনাগোনা। শীতকাল আসলে দার্জিলিং সেজে ওঠে।এদিকে গত কয়েক দিন ধরে দার্জিলিঙে তেমন ঠান্ডা না পড়ায় হতাশ হয়ে গিয়েছিলেন পর্যটকেরা। ইতিমধ্যেই আবার অনেকটাই পরিবর্তন ঘটে গেছে দার্জিলিং এ। ঘুম এবং টাইগার হিলের ভিড়ও ক্রমশ বেড়েছে আগের থেকে অনেকটাই বেশি। বিগত কয়েক দিন ধরে, পর্যটকরা ক্রমশ ঘিরে রেখেছে শৈল শহরকে। তবে পর্যটকেরা নিরাশ হয়ে গিয়েছিলেন, উপযুক্ত ঠান্ডা না পড়ার কারণে। তবে কয়েক দিন ধরে আবহাওয়া, অনেকটাই আনন্দ দিয়েছে তাদের। শৈল শহর আবার আগের আমেজে পৌছে গেছে যে।