যমে-মানুষে জোর টানাটানি! এক ভারতীয় সেনার প্রাণ গেল জঙ্গি অভিযানে গিয়ে
বেস্ট কলকাতা নিউজ : জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল এক জওয়ানের। এদিন, জম্মু ও কাশ্মীরের সোপোরে এলাকায় জঙ্গিদের গোপন ডেরার দিকে অভিযান চালিয়েছিল ভারতীয় সেনা। তখন জওয়ানদের রুখে দিতে গুলি চালায় সন্ত্রাসবাদীরা। পাল্টা চুপ করে থাকেনি ভারতীয় সেনাবাহিনীও। অবশেষে শুরু হয় ব্যাপক গুলির লড়াই। আর সেই সংঘর্ষের মাঝে পড়ে গুরুতর ভাবে আহত হন এক সেনা। তৎক্ষণাৎ, তাঁকে সরিয়ে দেওয়া হয় সেই ‘রণক্ষেত্র’ থেকে। প্রাথমিকভাবে দেওয়া হয় চিকিৎসাও। কিন্তু তাতেও প্রাণে বাঁচানো যায়নি তাঁকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই জওয়ানের।
এদিকে অনুচ্ছেদ ৩৭০ বাতিলের পর থেকেই শান্ত হয়েছে কাশ্মীর, বরাবর এমনটাই দাবি তুলেছে পদ্ম শিবির। কিন্তু গতবছরের শেষ থেকে সেই দাবিতে যেন জল পড়েছে। সম্প্রতি, কাশ্মীরের সোনমার্গে জেড-মোড় সুড়ঙ্গের উদ্বোধনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর সফরের মাস কয়েক আগে সেই সুড়ঙ্গের সামনেই হামলা চালিয়েছিল সন্ত্রাসবাদীরা। ঘটনায় মৃত্যু হয়েছিল সাতজন পরিযায়ী শ্রমিকের। এমনকি, গত বছরের একদম শেষের দিকেও সন্ত্রাস হামলায় ফের উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ কাশ্মীরের কুলগাম। পুলিশ-সেনার যৌথ অভিযানের সময় রক্ষীদের উপর সরাসরি হামলা চালায় জঙ্গিরা। ঘটনায় কোনও সেনার প্রাণ যায়নি। উল্টে সেই অভিযান সফল করে পাঁচ জঙ্গিকে খতম করে ভারতীয় জওয়ানরা।