বেহাল অবস্থা উত্তরবঙ্গে স্বাস্থ্য পরিষেবার , চরম ক্ষুব্ধ বিধায়ক শংকর ঘোষ
শিলিগুড়ি : উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবা কে নিয়ে, রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ ডাকলেন বিধায়ক শংকর ঘোষ। তিনি জানান মুখে অনেক বড় বড় কথা, কিন্তু কাজের বেলায় শূন্য। স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে মানুষের সাথে ছেলেখেলা করছে সরকার। অসহায় দুঃস্থ মানুষেরা, একদিক থেকে অন্যদিক ঘুরে বেড়াচ্ছে তাদের আত্মীয়-স্বজনের চিকিৎসা করানোর জন্য। আমি ব্যক্তিগতভাবে অনেকবারই রাজ্য সরকারকে অনুরোধ করেছিলাম, আমাদের উত্তরবঙ্গের স্বাস্থ্যপরিসেবা খুবই নিম্ন জায়গায় চলে গেছে, তারা যেন সেটা একটু দেখেন। কিন্তু কোথায় কি? দুঃস্থ মানুষেরা হাসপাতালে এসে ঘন্টার পর ঘন্টা বসে থাকছে, অথচ কোন পরিষেবা পাচ্ছে না। এমন অনেকেই আছেন যারা নিজেদের কাজ বন্ধ করে হাসপাতালে আসেন তাদের সন্তানদের চিকিৎসা করাতে, কিন্তু সত্যিই কি চিকিৎসা হচ্ছে? এইভাবে চিকিৎসা হয়? ডাক্তারদের কথা কিছু বলার নেই, এই শীতে মানুষ কষ্ট পাচ্ছে, কিন্তু পরিষেবা কোথায়? আমরা কোথায় বাস করছি? মানুষের কাছে রাজ্য সরকারকে এর জবাব দিতে হবে। কারণ স্বাস্থ্য পরিষেবা নিয়ে একপ্রকার দুর্নীতি চলছে, তার সব থেকে ভালো প্রমাণ হলো আরজিকর। দোষীরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। সাংবাদিকদের বিধায়ক এদিন আরও জানান, আমি বারবার অনুরোধ করেছি রাজ্য সরকার যেন দৃষ্টি নিক্ষেপ করেন, কিন্তু বেহাল স্বাস্থ্যব্যবস্থা ঠিক করবে কে? তার কোনো উত্তর নেই , এমনটাই এদিন জানালেন বিধায়ক শংকর ঘোষ।