বাংলার পাশে ওড়িশা, ভুবনেশ্বর থেকে ৫০০ জনের উদ্ধারকারী দল এল উদ্ধার কার্যে
বেস্ট কলকাতা নিউজ : শুধু টুইটারে সীমাবদ্ধ রইল না পাশে দাঁড়ানোর বার্তা । ওড়িশার নবীন পট্টনায়ক সরকার ৫০০ জনের উদ্ধারকারী দল পাঠালো সুপার সাইক্লোন উমফান বিধ্বস্ত বাংলায়। গতকাল, রবিবারই এই দল বাংলায় এসে পৌঁছয় ওড়িশা থেকে। সেই দলের সদস্যরা এমনকি কাজেও নেমে পড়েছেন কলকাতা-সহ উমফানে বিপর্যস্ত দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে।
৩০০ জন দমকলকর্মী রয়েছেন এই দলে। ঘূর্ণিঝড়ের জেরে বিদ্যুতের খুঁটি, লাইট পোস্ট উপড়ে গিয়েছে রাজ্যের বিস্তীর্ণ এলাকায়। প্রশিক্ষিত দমকলকর্মীদের সেসব মেরামত করতে ব্যবহার করা হবে বলেই মনে করা হচ্ছে। তাছাড়াও ভুবনেশ্বর থেকে এ রাজ্যে এসে পৌঁছেছে ১০টি বিপর্যয় মোকাবিলার রাপিড অ্যাকশন ফোর্স।
গত বছরই ওড়িশা লন্ডভন্ড হয়েছিল ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে। অনেকের মতে, বাংলায় এবার উমফানের দাপট ছিল তার চেয়েও কয়েক গুণ বেশি। ফণী বিধ্বস্ত ওড়িশার পুনর্গঠনের কাজে অভিজ্ঞ বিপর্যয় মোকাবিলা কর্মীদেরই এবার বাংলায় পাঠালো ওড়িশা সরকার।