“সামনে নির্বাচন আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে” , শিলিগুড়ির এক কর্মিসভায় এসে জানালেন জেলা সভাপতি পাপিয়া ঘোষ
শিলিগুড়ি : শিলিগুড়িতে এক কর্মী সভায় এসে জেলা সভাপতি পাপিয়া ঘোষ জানালেন সামনে নির্বাচন, তাই আমাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনহীতিকল্পের কথা মানুষের দরবারে নিয়ে আসতে হবে। মানুষকে বুঝাতে হবে তৃণমূল কংগ্রেস বাংলা মানুষের কল্যাণের জন্য আছে। আমাদের সামনে অনেক কাজ, আমাদের বুথ লেভেলের কর্মীদের দায়িত্ব নিতে হবে, এমন অনেক মানুষ আছেন যারা অনেক বিভিন্ন প্রকল্পের সুবিধার কথা জানেন না আর জানলেও কোনো রকম সুবিধা পাচ্ছেন না। তারা যাতে এই সুবিধা গুলি পান সেদিকে আমাদের দৃষ্টি রাখতে হবে। আবেদনপত্র পূরণ করে দিতে হবে।
এদিন জেলা সভাপতি আরো জানান আমাদের লড়াই বিজেপি সিপিএমের সাথে, নির্বাচনের আগে বিভিন্ন প্রকারের কুৎসা তারা শুরু করবে আমাদের মানুষকে বোঝাতে হবে, এইসব ঘটনা সত্য না। জেলা সভাপতি এদিন এও জানান মানুষের কাছে মানুষের পাশে থাকতে পারলে, আমাদের মুখ্যমন্ত্রী পরিকল্পনা সফল হবে। তিনি মানুষের জন্যই, বাংলাকে উন্নতি করতে চেয়েছেন। আজ আমাদের দায়িত্ব সেটাকে পূরণ করার।