বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে অনুষ্ঠিত হলো ক্রীড়া প্রতিযোগিতা ” উত্তরণ “
নিজস্ব সংবাদদাতা : মাটিগাড়া তে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ক্রিয়া প্রতিযোগিতা উত্তরণ শুরু হলো। বিধায়ক শংকর ঘোষ এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করে জানান, সবারই একটা নিজস্ব নিজস্ব জগৎ আছে।, আর এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মধ্যে প্রচন্ডভাবে জরুরি এই ধরনের ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা। কারণ ওরা একটা অন্য জগতে বাস করে, ওদের ব্যক্তিগত মতামত আছে আনন্দ আছে ইচ্ছা আছে। তাই এখানে উপস্থিত হতে পেরে আমার প্রচন্ড ভালো লাগছে, আমি ওদের উৎসাহ দেব। এবং আমি আমার সাধ্যমত যতটা পারা যায় করব।
এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিলিগুড়ির বিভিন্ন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সদস্য এবং সমর্থকেরা। বিধায়ক এদিন জানান, গত দুই থেকে তিন বছর ধরে এই প্রতিযোগিতা শিলিগুড়িতে হচ্ছে, এবং সবচাইতে বড় কথা, এই প্রতিযোগিতা যথেষ্ট জনপ্রিয়। আমি মনে করি সবার জন্য এই প্রতিযোগিতা থাকা দরকার। তবেই ওদের মনের বিকাশ হবে। যেটা সবার আগে অত্যন্ত প্রয়োজন। এই প্রতিযোগিতায় বিভিন্ন রকমের খেলাধুলা আছে, যে যেখানে পারবে যোগদান করবে বা অংশগ্রহণ করবে। অংশগ্রহণটাই সবচেয়ে বড় কথা। অংশগ্রহণ করে আনন্দ পাবে এটাই তো ওদের জন্য দরকার। মাটিগাড়াতে এই প্রতিযোগিতায় আমি আবার আসবোএবং আমি আমার সাধ্যমত চেষ্টা করব সাহায্য করবো বলেও এদিন জানান বিধায়ক শংকর ঘোষ।