প্রতিবাদ করেছিল স্বামীর কুকীর্তির, খুন করা হয় গলায় ওড়না জড়িয়েই’, বেলেঘাটা তোলপাড় হল গৃহবধূর মর্মান্তিক মৃত্যুতে
বেস্ট কলকাতা নিউজ : রহস্যজনকভাবে মৃত্যু হল কলকাতার বেলেঘাটার এক গৃহবধূর। বেলেঘাটার মিঞা বাগানের ওই ঘটনায় গৃহবধূর আত্মীয়দের অভিযোগ শ্বাসরোধ করেই খুন করা হয়েছে তাকে। এনিয়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে এলাকায়। তবে খুন নাকি আত্মহত্যা সেই বিষয় তদন্তেও নামে বেলেঘাটা থানার পুলিস।মৃতার পরিবারের দাবি বিয়ের পর থেকেই ওই গৃহবধূর উপরে অত্যাচার চালাত তার স্বামী। মাত্র ৭ মাস আগে বিয়ে হয় তুলিকা ধর নামে ওই তরুণীর। স্বামীর নাম দিবাকর ধর। তরুণীর পরিবারের দাবি, বিয়ের পর থেকেই তুলিকার কাছে টাকা চাইতো দিবাকর। টাকা না দিলেই অত্যাচার করত দিবাকর। শুধু তাই নয়, বিয়ের পরই তুলিকা জানতে পারে দিবাকরের একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এর প্রতিবাদ করতেই শুরু হয় অত্যাচার।এরকমই চলছিল।
এদিকে ঘটনার দিন রাতে দিবাকর তুলিকার পরিবারকে জানায় যে তুলিকা আত্মঘাতী হয়েছে বলে। পরিবারের দাবি, তারা দিবাকরের বাড়িতে পৌঁছে দেখতে পায় গলায় ওড়না জড়ানো অবস্থায় খাটে পড়ে রয়েছে তুলিকা। দিবাকরকে আটক করে বেলেঘাটা থানার পুলিস। এদিকে তুলিকার বাবা সংবাদমাধ্যমের সামনে বলেন, ওকে মেরে ফেলা হয়েছে। গলায় ওড়না পেঁচিয়েই মারা হয়েছে। বিছানায় শোয়ানো ছিল মৃতদেহ। ও-ই মেরেছে আমার মেয়েকে।