পর্যটকদের দিতে হবে জোরালো নিরাপত্তা ব্যবস্থা , তাই বেঙ্গল সাফারিতে তৈরি হবে পুলিশ ফাঁড়ি, জানালেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : দিতে হবে নিরাপত্তা, পর্যটকদের জন্য তৈরি হবে আলাদা নিরাপত্তা বেষ্টনি। বেঙ্গল সাফারির দশম বর্ষের উদযাপন মঞ্চ থেকে এই কথাই জানালেন শিলিগুড়ির পুলিশ কমিশনার সি সুধাকর । এদিন তিনি বলেন বিভিন্ন জায়গা থেকে মানুষ নানা আকর্ষণে আসেন বেঙ্গল সাফারিতে। তাদের জন্য নিরাপত্তা দরকার। তাই আমাদের দরকার পর্যটকদের জন্য সবচাইতে বেশি নিরাপত্তা, আমরা সেভাবেই এগিয়ে যেতে চলেছি তাই যেভাবেই হোক এই ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে হবে।বেঙ্গল সাফারির এক অনুষ্ঠানে এসে এমনটাই জানালেন সি সুধাকর।এদিন তিনি আরো জানান আমাদের ব্যবস্থা ঠিকভাবে তৈরি আছে। যে কোন পরিস্থিতে আমরা সব সময় তৈরি। কাজেই সবকিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা আমাদের কাজ করে যাব। তাতেই কিন্তু বেঙ্গল সাফারি জনপ্রিয়তা প্রচন্ড বাড়বে। কারো নিরাপত্তা না থাকলে কেউ আসতে চাইবে না, আর আমরা সেই ব্যাপারটা মাথায় রাখছি বলেও এদিন জানান সি সুধাকর। তিনি এও জানান আমাদের দরকার বিভিন্নভাবে নিজেদের এগিয়ে নিয়ে যাওয়া। এটাও সেই পরিকল্পনার একটি অঙ্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *