বান্ধবীর জন্য কলকাতায় ৩ কোটির বাড়ি ডাকাতির টাকায়, অবশেষে অভিযুক্ত ধরা পড়লো পুলিশের জালে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ডাকতির টাকায় প্রেমিকার জন্য তিন কোটির বাড়ি বানিয়ে ফেললেন বেঙ্গালুরুর এক যুবক। এখানেই শেষ নয়, বহু পুরনো অপরাধী সে। গত ৯ জানুয়ারি বেঙ্গালুরুর মোদিভালা এলাকায় চুরি করে অভিযুক্ত যুবক। এরপরই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এদিকে পুলিশি জিজ্ঞাসাবাদের পর অভিযুক্ত যুবক অপরাধের কথা স্বীকার করেছে। জানা গেছে, ছোটবেলায় অপরাধমূলক কাজকর্মের সঙ্গে হাতেখড়ি পঞ্চাক্ষরী স্বামীর। পুলিশ জানতে পেরেছে ৩৭ বছরের ওই যুবকের সঙ্গে ঘনিষ্ট সম্পর্ক রয়েছে এক অভিনেত্রীর। তার জন্যই এত কান্ড ঘটিয়েছেন ওই যুবক।

পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্রের সোলাপুরের বাসিন্দা অভিযুক্ত যুবক ২০০৩ সালে প্রথম অপরাধমূলক কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়ে। ২০০৯ সাল থেকে পেশাদার চোর হয়ে ওঠে। ২০১৪ সাল থেকে অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক তাঁর। একাধিকবার জেলে যাওয়ার রেকর্ড রয়েছে যুবকের। এদিকে পুলিশি জেরায় সে জানিয়েছে কলকাতায় তিন কোটি টাকা দিয়ে বান্ধবীর জন্য বাড়ি বানিয়েছিলো সে। অভিযুক্তকে গ্রেপ্তারের পাশাপাশি তার বাড়ি থেকে বহু মূল্যবান সামগ্রী ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *