আমি চাই আমার ছাত্র ছাত্রীদের আঁকা গোটা বিশ্ব চিনুক,এমনটাই জানালেন শিলিগুড়ির বাসিন্দা ডোনা সরকার

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ডোনা সরকার শিলিগুড়ির আশ্রমপাড়া নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ৩০ বছর ধরে আঁকা শিখিয়ে চলেছেন তিনি। জানালেন আঁকা আমার প্রথম ভালবাসা। আমি প্রথমে কলকাতা থেকেই আমার শিক্ষকতা শুরু করেছিলাম, এরপর বিবাহ সূত্রে আমি শিলিগুড়ি চলে আসি, আর এখান থেকেই শুরু করি আমার নতুন পরিচয় তৈরি করা। কারণ আঁকা মানুষের মনকে প্রসারিত করে। এই যে ছোট ছোট ছেলেমেয়েদের আমি আকা শেখাই এটাও আমি নিজে আনন্দ পাওয়ার জন্য করি। আমার কাছ থেকে আঁকা শিখে আমার ছাত্র-ছাত্রীরা আঁকা শেখাচ্ছে কাউকে এটা আমার মনে একটা আলাদা অনুভূতি। আমি জানি বর্তমান যুগে সময় বের করে বাবা মায়ের তাদের সন্তানকে আকা শেখানোটা প্রচন্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবুও আমি দাবি করে বলতে পারি ” রং এবং তুলি ” কে যে ভালোবেসে ফেলেছে তার মন সারা জীবনই ভালোবাসায় ভরে থাকবে। কেউ আঁকা শিখে প্রতিষ্ঠিত হলে সে যে আরো দশ জনকে আঁকা শেখাবে এখানেই আমার জয় লুকিয়ে থাকবে, জানালেন ডোনা সরকার।

তিনি আরও জানান আমি আঁকা শেখাচ্ছি বহু বছর ধরে, ছোট ছোট ছেলে মেয়েদের মধ্য আমি আমার প্রথম দিককার ডোনা সরকারকে দেখতে পাই, আঁকা শিখে তার প্রাপ্তির ভান্ডার অনেকটাই বেড়ে গেছে। তিনি এও বলেন আমার পরিচয়, আমার ভালোবাসা সবই লুকিয়ে আছে এই আকা শেখানোর মধ্য দিয়েই । সংসার সামলে আমি আকা শেখাচ্ছি, আমার এখান থেকে ছেলেমেয়েরা বের হয়ে ভালো ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে এটাও কি কম পুরস্কার আমার কাছে, এমনটাই বললেন ডোনা সরকার। শিলিগুড়ির মতো বাণিজ্যিক শহরে , ভাবতে অবাক লাগে এত আগ্রহী ছাত্রছাত্রী আছে, যারা আকা শিখতে পছন্দ করে। আমি তাদের মধ্য থেকে বের করে আনছি প্রতিভাবানদের এটাও আমার কাছে চরম এক পাওনা বলে জানান ডোনা সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *