শিলিগুড়ি গার্লস হাই স্কুলে স্টুডেন্ট হেলথ হোমের তরফ থেকে আয়োজন করা হল একদিনের হেলথ ক্যাম্পের
শিলিগুড়ি : শিলিগুড়িতে শিলিগুড়ি গার্লস হাই স্কুলের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে স্টুডেন্ট হেলথ হোমের তরফ থেকে আয়োজন করা হল একদিনের হেলথ ক্যাম্পের। স্টুডেন্ট হেলথ হোমের পক্ষ থেকে এদিন জানানো হয় ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা তৈরি করা এই হেলথ ক্যাম্পের মূল উদ্দেশ্য । ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেকেই আর্থিক অনটন এবং অভাবের মধ্যে দিয়ে চলাফেরা করে। আমাদের আসল উদ্দেশ্য ক্যাম্পের আয়োজন করে ছাত্র-ছাত্রীদের সমস্যার সমাধান ঘটানো, শিলিগুড়ি গার্লস স্কুল এর একটি স্মরণীয় দিন। হেলথ হোমের পক্ষ থেকেএও বলা হয় আমাদের বেশিরভাগ স্টুডেন্টদের জন্য হেলথ হোম ক্যাম্পের যতটা পারা যায় এই প্রসার ঘটানো। যাতে ভবিষ্যতে এই ক্যাম্পের উদ্দেশ্য সকলেই চিনতে পারে। শুধুমাত্র সময়ের প্রয়োজন।
![](https://banglarkhabor.in/wp-content/uploads/2025/01/332769987_1629612934167629_1872748458816515128_n-1024x723.jpg)