যত্রতত্র পার্কিংয়ে চরম নাজেহাল শহর শিলিগুড়ির সাধারণ মানুষ
শিলিগুড়ি : শিলিগুড়ির মুখ্য সমস্যা এখন পার্কিং সমস্যা, বিভিন্ন জায়গায় পার্কিং নিয়ে মানুষ প্রচন্ডভাবে বিপর্যস্ত। মেয়র পার্কিং নিয়ে নানা ধরনের আচরণবিধির কথা ঘোষণা করলেও এখনো পর্যন্ত কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না পার্কিং কে। শিলিগুড়ি শহরের আধুনিকতার মধ্যে এই পার্কিং সমস্যা অতিষ্ঠ করে তুলেছে সাধারণ মানুষকে। বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে। যেখানে সেখানে গাড়ি থামিয়ে চলে যাচ্ছেন সবাই, অথচ হুশ নেই কারো। ঠিক করা হবে, সেই জায়গা কোথায়? শিলিগুড়ি শহরের মধ্য পার্কিং এর সমস্যা দিনের পর দিন বেড়েই চলেছে। বর্তমান পরিস্থিতিতে পার্কিং কে যদি এখনই আজকের মধ্যে না রাখা যায়, তবে ভবিষ্যতে কোথায় যাবে শিলিগুড়ি? শহর শিলিগুড়ির মানুষ নিজেদের খুশি মত গাড়ি রাখছেন , শহরে বিভিন্ন জায়গা জুড়ে । আর তা ক্ষতি করে দিচ্ছে সাধারণ মানুষের মধ্যে। তবে পার্কিং , এতটা না থাকলেও এখন যেখানে সেখানে গাড়ি রেখে চলে যাওয়া একটা অভ্যাসের মতো দাঁড়িয়েছে সবার কাছে। তবে এখনই যদি কিছু না করা যায়, ভবিষ্যতের ভয়াবহ অবস্থা আর সম্মুখীন হতে চলেছে শিলিগুড়ি, এটা হলফ করে বলতে পারা যায়।
