শিলিগুড়ি মিত্র সম্মিলনীর ১১৬ বছর পূর্তি উপলক্ষ্যে দুইদিন ব্যাপী সমাবর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি মিত্র সম্মিলনীর ১১৬ বছর পূর্তি উপলক্ষ্যে দুইদিন ব্যাপী সমাবর্তন অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব। প্রাচীন এই হলটি শিলিগুড়ির মানুষের কাছে প্রচন্ড আবেগের, ঐতিহ্য আছে প্লাস পুরনো স্মৃতি তো আছেই। এই হল চিরস্থায়ী হয়ে থাকুক শিলিগুড়ি মানুষের কাছে। মিত্র সম্মিলনী বলতে শিলিগুড়ির মানুষ একটা আলাদা নস্টালজিয়ায় ভোগেন। মনে করি যে এই মিত্র সম্মেলনে সাথে আমরা যেন ঐ কাংখি ভাবে যুক্ত। আজকে এতদিন হয়ে গেছে , আমরা আবেগের সাথে বলতে পারি মিত্র সম্মিলনী হল আমাদের গর্ব। এখানে দুর্গাপুজো হয় , সেটাও প্রাচীন ঐতিহ্য মেনেই হয়। আধুনিক যুগ এখন, সেখানে এই হলের আবেগ শিলিগুড়ির সব মানুষের কাছেই প্রচন্ডভাবে ছড়িয়ে গেছে। এটা আমরা হলফ করে বলতে পারি,

এদিন মেয়র গৌতম দেবের সাথে আরো ভালোভাবে মিত্র সম্মেলনে হলের ইতিহাস বুঝিয়ে দিলেন। ওইখানকার পুরনো সদস্য সম্রাট রায়চৌধুরী, এবং সঞ্জয় চক্রবর্তী এছাড়াও বিশেষভাবে উল্লেখ করা যায় মেঘনা হালদারের কথা। তারাও জানান এত ব্যস্ততার মধ্য দিয়েও যে আমরা, এখানে আসতে পারছি এবং যুক্ত থাকতে পারছি এটাই আমাদের কাছে অনেক সম্মানের। এই আয়োজন আমাদের কাছে কাঙ্খিত, তাই আমরা চেষ্টা করব আমরা যেন এগিয়ে নিয়ে যেতে পারি এই ঐতিহ্যবাহী মিত্র সম্মিলনী হলকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *