শিলিগুড়িতে দৃষ্টিহীনদের ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন করলেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে উদ্বোধন হলো একদিন ব্যাপী দৃষ্টিহীনদের ক্রিকেট প্রতিযোগিতা। মেয়র গৌতম দেব এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করে জানান , ওদের উৎসাহ দেওয়াটাই আমাদের সবচাইতে বড় দায়িত্ব। ওরা যে ক্রিকেটটা খেলতে ভালোবাসে, এবং ক্রিকেট খেলছে এটাই আমাদের কাছে বড় পাওনা। ভারতের সব জায়গাতেই দৃষ্টিহীনদের ক্রিকেট প্রচন্ডভাবে জনপ্রিয় হয়ে আছে, এমনকি বাংলাতেও দৃষ্টিহীনদের ক্রিকেট প্রচন্ডভাবে আকর্ষণীয়। এদিনের এই প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিলিগুড়ি বেশ কয়েকজন প্রাক্তন ক্রিকেটার এবং শিলিগুড়ি পুরসভার বেশ কয়েকজন এমএমআইসি এবং কাউন্সিলর। এদিন মেয়র প্রথমে দুদলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। তাদেরে শুভেচ্ছা এবং শুভকামনা জানান। এই প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য প্রচন্ডভাবে আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *