জেলা কমিটির মিটিংয়ে আগামী বিধানসভা নির্বাচন নিয়ে জোর প্রত্যয়ী জেলা সভাপতি পাপিয়া ঘোষ
নিজস্ব সংবাদদাতা : জেলা কমিটির মিটিংয়ে, জেলা সভাপতি জানালেন আগামী নির্বাচনে রাজনীতি থেকে দূরে সরে গিয়ে আমাদের মানুষের জন্য কাজ করতে হবে। কারণ সবার আগে আমাদের দরকার মানুষের জন্য কাজ করা, জেলা সভাপতি এদিন আরো জানান বিধানসভা নির্বাচনের আগে কর্মীদের আত্মবিশ্বাস বাড়াতে হবে আমাদের। কারণ কর্মীরাই আমাদের আসল সম্পদ। তারা যদি ঠিকভাবে কাজ করে তবে আমাদের আর কোন সমস্যাই হবে না। জেলা কমিটির এই মিটিংয়ে এদিন উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সকল সদস্য এবং সমস্ত ব্যক্তিবর্গ। এদিন জেলার সভাপতি আরও জানান আমাদের সবাইকে এক এবং ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তবে এই সমস্যার সমাধান ঘটবে। বিজেপি এবং সিপিএম আমাদের বিরুদ্ধে কুৎসা করে যাবে , আর আমাদের সেটা ভুলে গিয়ে এক হয়ে মানুষের মধ্যে মিশে যেতে হবে শুধুমাত্র কাজের মাধ্যমে। এদিন এই মিটিংয়ে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার ছাড়াও শিলিগুড়ি পুরসভার অন্যান্য সদস্য এবং কাউন্সিলররাও।
