মা কে নিয়েই তৈরি তার স্বপ্ন, ছিল আগে আজকে মা নেই তবুও মাকে পুজো করেই দিন শুরু করেন শিলিগুড়ির বাসিন্দা শেখর পাত্র

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : ছোটবেলা থেকেই মাকে নিয়েই তৈরি হয়েছিল তার জীবন, আজকে মা নেই পৃথিবীতে তবুও তিনি সকাল থেকে সন্ধ্যা মনের মধ্য মায়ের পুজো করেই জীবনকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছেন। শিলিগুড়ির আশ্রম পাড়ার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শেখর পাত্র ( পল্টন) পেশায় আইনজীবী, এবং গৃহ শিক্ষকতাও করেন।

তিনি জানান জানালেন আমার জীবন মায়ের দেওয়া , তাই মাকে নিয়েই আমি চলি। আজকে পৃথিবীতে আমার পাশে আমার মা নেই, তবুও তিনি ভীষণভাবে বেঁচে আছেন আমার মননে এবং আমার সপনে। তিনি চান না এই নিয়ে কোন প্রচার হোক, কারণ তিনি একটা কথাই বিশ্বাস করেন মার সেবা প্রচারে আসে না , সামাজিকভাবে স্বীকৃতি পেয়ে নিজে বর্তমানে আইনজীবী হয়েছেন, খেলাধুলার সাথেও জড়িত তিনি। তিনি আরও জানান আমি যাই করি আমার মায়ের কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছি, মাই আমার আদর্শ মাই আমার ভগবান। পরিবারের সবকিছুর মধ্যেই থাকেন মা, তাই আমি মানি মাকে নিয়ে চলতে পারলে পৃথিবীতে আর কোন বাধা আমার কাছে আসবে না। সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যার সময় মায়ের ছবিতে তিনি পুজো করেন, ধুপকাঠি দিয়ে। তিনি জানালেন মা বেঁচে থাকতে , মা আমাকে কোন কষ্ট অনুভব করতে দেননি, আর্থিক ভাবে আমি একই চেষ্টা করে গেছি বড় হওয়ার পরে।

তিনি এও বলেন আজকে আমার কাছে, সব থেকে বড় পাওনা, আমার মায়ের আশীর্বাদ। আমি যা পেয়েছি যা চেষ্টা করেছি, সবই মায়ের কারণে। আর সেই কারণেই আমি আজকে এই জায়গা আসতে পেরেছি বলে মনে প্রানে বিশ্বাস করি। আর আমি ঠিক এভাবেই চলতে চাই, জানালেন শেখর বাবু। তিনি আরো জানান, প্রত্যেক সন্তানের উচিত তা মা বাবার দিকে খেয়াল রাখা, কারণ তারাই হলেন জীবন্ত ভগবান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *