শিলিগুড়ি পুরসভার তরফ থেকে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হলো রামকিঙ্কর হলে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ির দীনবন্ধু মঞ্চের রামকিঙ্কর হলে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট গ্রুপের তরফ থেকে এক আলোচনা সভা অনুষ্ঠিত হলো। শিলিগুড়ি ৪৭ টি ওয়ার্ড কে নিয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ৪৭ টি ওয়ার্ডের কাউন্সিলর সহ ডেপুটি মেয়র এবং মেয়র। মেয়র প্রতিটি ওয়ার্ডের হাতে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর কিছু আধুনিক সরঞ্জাম তুলে দেন।

মেয়র এদিন জানান শিলিগুড়ি পুরসভা কেন গোটা রাজ্যের পুরসভার কাছে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ, এবং যারা এ কাজ করেন দাঁড়াও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকেন। আর আমাদের দায়িত্ব তাদের কাছে সহায়তা পৌঁছে দেওয়া। কারণ এই কাজ যদি একদিন বন্ধ হয়ে যায়, গোটা শিলিগুড়ি অচল হয়ে যাবে। আমরা চেষ্টা করছি এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর কাজকে একটু আধুনিক পর্যায়ে নিয়ে যেতে। যাতে এক যারা কাজ করছে তাদের সুবিধা হয়, এবং ২ আবশ্যিকভাবে জনগণের মানে ওয়ার্ডের মানুষের সুবিধা হয়। আমাদের ওর্য়াডের মানুষকে বোঝাতে হবে , যে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর কাজ ঠিক কতটা গুরুত্বপূর্ণ। মেয়রের সাথে ডেপুটি মেয়র ও একমত হয়ে জানান এই কাজকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে, কারণ পরিচ্ছন্ন বজায় রাখতে এই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এর কাজ যথেষ্ট গুরুত্বপূর্ণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *