সকালে দেখতে পাওয়া গেল এক দুর্লভ দৃশ্য, তরমুজ খেয়ে প্রাতরাশ সারল টিয়া পাখিরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে এলে টিয়া পাখি দেখা যায়, বিভিন্ন জায়গায় একটু ভেতরের দিকে গেলে টিয়া পাখির আনাগোনা আপনি দেখতে পাবেন। সকালবেলায় তাদের আসা যাওয়া , এবং সব থেকে সুন্দর লাগে তাদের খাওয়া দাওয়া, যেমন দেখতে লাগে সুন্দর তেমনি রংবেরঙের পাখিগুলি যেন সকালবেলা একটা আলাদা মাধুর্য এনে দেয়। কথা বলা টিয়া উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় এখন আপনি দেখতে পাবেন, বিশেষ করে কোচবিহার এবং রায়গঞ্জে। আপনি সকাল হলেই এখানে টিয়া পাখি দেখতে পাবেন।

এদিকে শহর শিলিগুড়ি ও তার ব্যতিক্রম নয়, যদিও আধুনিক শহর শিলিগুড়িতে পাখি দেখাই একটা দুর্লভ ব্যাপার মনে হতে পারে। টিয়ার সবচেয়ে প্রিয় খাদ্য হলো আপেল, আর এই আপেল নিয়ে তাদের মধ্যে হয়ে যায় কারাকাড়ি, টিয়া পাখির জীবনধারণ নিয়ে মানুষের মধ্যে একটা উৎসাহ আছে , বিশেষ করে আপনি উত্তরবঙ্গের বিভিন্ন বনজঙ্গলে গেলেই দেখতে পাবেন টিয়া পাখির খাওয়া এবং তাদের জীবন ধারন পদ্ধতি। এটাই মানুষের বিশেষ করে পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে নেয়। কয়েকদিন ধরে, টিয়া পাখি বেড়েছে শিলিগুড়ি শহর জুড়ে, স্টেডিয়ামের পাশে একটি বিশাল গাছে রয়েছে। সকাল থেকেই চলে আসে তারা, আর সেখানেই পাওয়া যায় অনেক অনেক দুর্লভ মুহূর্ত। সবচাইতে বড় ব্যাপার রংবেরঙের টিয়া পাখির সৌন্দর্য সত্যিই আকর্ষণ করে প্রকৃতি প্রেমিকদের। এমনকি বিদেশিদের, পর্যটনের মানচিত্র উত্তরবঙ্গে এ যেন এক নতুন সংস্করণ। সকালেই স্টেডিয়াম এর পাশে আসেন তারা এখানেই হয় তাদের প্রাতরাশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *