অতুল, মানবের ছায়া এবার বাংলায়! স্ত্রীর অত্যাচারে চরম পদক্ষেপ নিলো স্বামী
বেস্ট কলকাতা নিউজ : স্ত্রীর অত্যাচারে একের পর এক বলি তাদের স্বামী ! অতুল, মানবের কাহিনী শুনে শিউড়ে উঠেছিল গোটা দেশ। কিছুদিন আগেই মানব শর্মা স্ত্রীর অত্যাচারের কথা বলার পর সমাজকে পুরুষদের জন্য ভাবার কথা বলে গিয়েছেন। এবার সেই ছায়া পড়লো বাংলাতেও। জানা গেছে রাজকুমার সাধুখাঁ নামে ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তাঁর স্ত্রীই। জানা গিয়েছে, ২০ বছর বিয়ে হয়েছে রাজকুমার এবং জিনিয়ার। রাজকুমারের বাড়ি কৃষ্ণনগরের হাতারপাড়াতে। স্বামীর জলের দোকান। ঠিক তার পাশেই স্ত্রীর মুদির দোকান। এদিন দোকানেই সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন রাজকুমার। কোনওক্রমে ঘটনার টের পেয়ে সেখানে যান তাঁর স্ত্রী জিনিয়া। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালেও নিয়ে যান স্ত্রী। কিন্তু সেখানে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করা হয়।

রাজকুমারের বাবা অভিযোগ করেন যে, স্ত্রীর অত্যাচারেই তাঁর ছেলে এই চরম পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে। তিনি আরও অভিযোগ করেন যে, বৌমা আমার ছেলের কাছ থেকে সমস্ত টাকা পয়সা কেড়ে নিত। এই সব সে আর সহ্য করতে না পেরে সুইসাইড করে নিয়েছে। রাজকুমার-জিনিয়া এক সন্তানের বাবা-মাও। তাদের সন্তান উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। বাবার এই চরম সিদ্ধান্তে তার উপরে অনেকটা প্রভাব পড়বে। এদিকে পুলিস সূত্রে জানা গিয়েছে, রাজকুমার সুইসাইড করার আগে মোবাইলে মেসেজ করে যে সে সুইসাইড করবে। তবে তিনি কাউকে দোষারোপ করে কিছু লেখেননি। পুলিস তদন্ত শুরু করে। এমনকি মৃতের বাবা-মা ছেলের মৃত্যুর জন্যও দায়ী করছে তারের বৌমাকে। বাবা-মায়ের অভিযোগের ভিত্তিতে অবশেষে পুলিসের জালে ধরে পড়ে জিনিয়া।