ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে সংবর্ধনা জানানো হলো শিলিগুড়ির বিশিষ্ট শিল্পী পীযূষ রায়কে
শিলিগুড়ি : ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনে মাটিগাড়া ব্লক ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হলো ২০২৫ এর রাজ্য ভাওইয়া সংগীত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করা শিলিগুড়ির শিল্পী পীযূষ রায়কে । এদিন বিশেষ ভাবে আপ্লুত পীযূষ রায় জানান তিনি খুশি , তাকে এইভাবে সম্মান জানানোর জন্য। যে কারণে তিনি এই সম্মান পেলেন, এতে এগিয়ে যেতে তিনি যথেষ্ট অনুপ্রেরণা পাবেন। তিনি এদিন আরো জানান এই গ্রামে অনেক প্রতিভাবান শিল্পী আছে যাদের সঠিকভাবে এগিয়ে যাওয়া প্রয়োজন। অবশ্য যার জন্য চাই প্রচুর আর্থিক সাহায্য। আমি অনেক এগিয়ে যেতে পারবো যদি আমি এই ধরনের সাহায্য পেয়ে থাকি,এদিন এমনটাই জানালেন শিল্পী পীযূষ রায়।
